অ্যানালাইসিস বিডি ডেস্ক
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে সমাবেশের নির্ধারণের বিষয়টি এই উত্তাপকে আরো বাড়িয়ে দিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে-১০ ডিসেম্বর বিএনপিকে নয়াপল্টনে জড়ো হতে দেবে না। অপরদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা নয়াপল্টনেই সমাবেশ করবে। সমাবেশ আসলে কোথায় হবে কিংবা ঢাকাতে আদৌ বিএনপি সমাবেশ করতে পারবে কিনা সেটা দেখার জন্য হয়তো আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে।
সরকার কী কারণে বিএনপিকে নয়াপল্টনে সমাবেশ করতে দিচ্ছে না এটা নিয়ে অ্যানালাইসিস বিডিতে গত সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
এখন প্রশ্ন হল-১০ ডিসেম্বর আসলে দেশে কি হতে যাচ্ছে? বিএনপি কি নয়াপল্টনে সমাবেশ করতে পারবে? আর সরকার বাধ্য হয়ে অনুমতি দিলেও আওয়ামী লীগের লোকজন কি বিএনপির নেতাকর্মীদেরকে নয়াপল্টনে আসতে দেবে? নাকি আওয়ামী লীগের হুমকি ধমকিতে ভয় পেয়ে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে যাবে? বিএনপি কি আওয়ামী লীগের কাছে নতি স্বীকার করবে?
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলটির সিনিয়র নেতারা প্রায় প্রতিদিনই বলছেন, ১০ ডিসেম্বর তারা বিএনপিকে বিশৃ্ঙ্খলা করতে দেবেন না। তাদের বিশৃঙ্খলা শব্দটির অর্থ হল-বিএনপিকে তারা বড় জমায়েত করতে দেবে না। আ.লীগ নেতারা প্রতিদিনই বিএনপিকে ১০ ডিসেম্বর সাইজ করারও হুমকি দিচ্ছেন। তাদের এসব হুমকি কি শুধুই কথার কথা? নাকি তারা সেদিন আসলেই মাঠে থাকবেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের একাধিক নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, ১০ ডিসেম্বরের জন্য তারা পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন। বিএনপিকে মোকাবেলা করার জন্য যা যা দরকার তারা তাই করবে।
একটি থানার গুরুত্বপূর্ণ একজন নেতা বলেছেন, মহানগরীর পক্ষ থেকে তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে ১০ ডিসেম্বর রাস্তায় থাকতে হবে। প্রতিটি এলাকা পাহারা দিতে হবে যাতে বিএনপির লোকজন কোনো অবস্থাতেই রাস্তায় নামতে না পারেন। বিএনপিকে সায়েস্তা করার জন্য তারা লাঠি তৈরি করছেন বলেও জানা তিনি।
পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে তাদেরকে কঠিনভাবে নির্দেশ দেয়া হয়েছে ১০ ডিসেম্বরের জন্য। সেদিন কোনো পুলিশ সদস্য যদি দায়িত্ব পালনে অবহেলা করে তাহলে চাকরি থেকে বরখাস্ত করা হবে।
এখন প্রশ্ন হল-১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে বিএনপি কি চন্তিা করেছে? বিএনপি কি সরকারের কাছে নতি স্বীকার করে সোহরাওয়ার্দী উদ্যানে যাবে নাকি নয়াপল্টনের সিদ্ধান্তে অটল থাকবে? আর যদি নয়াপল্টনেই বিএনপি সমাবেশ করতে চায় তাহলে তাদের প্রস্তুতি কি? বিএনপি কি হাজার হাজার নেতাকর্মীকে খালি হাতে রাস্তায় বিপদের মুখে ছেড়ে দেবে নাকি বাধা মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়ে নামবে?
রাজনীতিক বিশ্লেষক ও সচেতন মানুষ বলছেন, ১০ ডিসেম্বর নিয়ে আওয়ামী লীগ চরম ভয়ে আছে। তাদের ধারণা সেদিন বিএনপি কিছু ঘটাতে পারে। তাই তারা ক্ষমতা ধরে রাখার জন্য মারমুখি হয়ে আছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশকে নিয়ে বিএনপির উপর বড় ধরণের আক্রমণ করবে-যাতে তারা ভবিষ্যতে আর ঢাকায় না আসে। তাই এই পরিস্থিতিতে বিএনপিকে কোনোভাবেই খালি হাতে মাঠে নামা যাবে না। সর্বাত্মক প্রস্তুতি নিয়েই বিএনপিকে মাঠে নামতে হবে।
তারা এটাও ধারণা করছেন যে, বিএনপি যদি সরকারের হুমকি ধমকিকে ভয় পেয়ে নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে যায়-তাহলে ভবিষ্যতে বিএনপি আর মাঠে নামতে পারবে না। ১০ ডিসেম্বরই বিএনপির চলমান আন্দোলনের চূড়ান্ত সমাপ্তি ঘটবে।
Discussion about this post