অ্যানালাইসিস বিডি ডেস্ক
গত প্রায় দুই মাস ধরে বিভিন্ন ইস্যুতে ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে বিএনপি। বিশেষ করে রাতের আধারে হঠাৎ নোটিশ দিয়ে জ্বালানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, সিন্ডিকেট করে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো এবং ভোলা ও নারায়ণগঞ্জে তিন নেতাকর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগি সংগঠনগুলো সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
দেখে গেছে, গত এক মাসে প্রায় প্রতিদিনই দেশের কোনো না কোনো জায়গায় বিক্ষোভ করছে বিএনপি। অপরদিকে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশলীগ এক হয়ে প্রতিদিনই বিএনপির সমাবেশে বাধা দিচ্ছে ও হামলা করছে। কোনো কোনো জায়গায় বিএনপি নেতাকর্মীদেরকে বাধা দিয়ে আটকাতে না পেরে পুলিশ সরাসরি গুলি করছে। এমনকি পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের হামলা থেকে বিএনপির সিনিয়র নেতারাও রেহায় পাচ্ছে না।
আরও লক্ষ্য করা গেছে, গত কিছু দিন ধরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালাচ্ছে। আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে নারী-শিশুরাও রেহায় পাচ্ছে না।ঘরের ভেতর থাকা আসবাবপত্রও ভাঙচুর করা হচ্ছে। কিছু কিছু জায়গায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে।
তারপর, কয়েক দিন ধরে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ তাদের নাম-ঠিকানা সংগ্রহ করছে। কারা মিছিলে যায় বা না যায় তাও লিখে নিচ্ছে। এক কথায় বিএনপি করে জানতে পারলেই তাদের বাড়িতে গিয়ে পুলিশ হানা দিচ্ছে।
সর্বশেষ বুধবার মুন্সিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশ গুলি চালালে শাওন নামে যুবদলের এককর্মী নিহত হয়। গত দুই মাসে পুলিশের গুলিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৪ নেতাকর্মী নিহত হয়েছে।
এখন প্রশ্ন হল-এই কঠিন মুহূর্তে বিএনপি এখন কি করবে? ভয়, আতঙ্ক, পুলিশের গুলি, হামলা, ভাঙচুর সরকারের হুমকি-ধামকিতে কি বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে?
রাজনীতিক বিশ্লেষকরা বলছেন, বিগত ১২ বছরে বিএনপি মাঠে নামতে পারেনি। সকল প্রকার ভয়ভীতি কাটিয়ে বিএনপি এখন মাঠে নেমেছে। আর বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা মাঠে নামের জন্য সব সময়ই প্রস্তুত ছিল। কিন্তু কেন্দ্রীয় নেতাদের হঠকারী সিদ্ধান্তের কারণে তৃণমূলের নেতাকর্মীরা রাস্তায় নামতে পারেনি। এখন বিএনপির উচিত হবে চলমান আন্দোলনকে আরো বেগবান করা। বিএনপিকে এই আন্দোলন ধরে রাখতে হবে। সরকারের ভয়ে যদি বিএনপি পিছু হটে তাহলে ভবিষ্যতে তারা আর মাঠে নামতে পারবে না। এজন্য যতই প্রতিবন্ধকতায় আসুক রাজপথে টিকে থাকার পরমর্শ তাদের।
Discussion about this post