অ্যানালাইসিস বিডি ডেস্ক
সংবিধান অনুযায়ী আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরে বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদ শেষ হবে। ডিসেম্বরেই দেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিরোধীদলগুলো আগামীতে আওয়ামীলীগ ক্ষমতা থেকে সরানোর জন্য মাঠে নামার পরিকল্পনা করছে। যেকোনো মুহূর্তে সরকারের বিরুদ্ধে জনবিক্ষোভ শুরু হতে পারে। জনগণ রাস্তায় নামার জন্য প্রস্তুত হয়ে আছে। বিরোধীদলগুলোর পক্ষ থেকে আন্দোলনের ডাক দিলেই হবে।
অপরদিকে, আগামীতে যে শেখ হাসিনা আর ক্ষমতায় আসতে পারবে না এটা এখন শতভাগ নিশ্চিত। আওয়ামী লীগের সাথে দেশের জনগণের এখন দূরতম কোনো সম্পর্ক নাই। মানুষ শুধু একটা সুষ্ঠুনির্বাচনের অপেক্ষায় আছে। মানুষ ভোট দেয়ার সুযোগ পেলেই আওয়ামী লীগকে লাল কার্ড দেখাবে।
দেশের মানুষ যখন আগামীতে আওয়ামী লীগকে গণধোলাই দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক এই সময় দেশে জাতীয় সরকার গঠন নিয়ে তোড়জোড় শুরু করেছে একটি শ্রেনি। এমনকি ভারতের র ও শেখ হাসিনার খাস এজেন্ট হিসেবে পরিচিত ডা. জাফরুল্লাহ চৌধুরী সোমবার কথিত জাতীয় সরকারের একটা রুপরেখাও প্রকাশ করেছে। যেটাতে কয়েকজন ছাড়া সবাই বিভিন্নভাবে আওয়ামী লীগ থেকে সুবিধা প্রাপ্ত হিসেবে পরিচিত।
খোজ নিয়ে জানা গেছে, আগামীতে যে ক্ষমতায় আসতে পারবে না এটা শেখ হাসিনা শতভাগ নিশ্চিত হয়েছেন। আর ক্ষমতায় আসতে না পারলেই পড়বেন জনগণের রোষানলে। বিগত ১২ বছরে দুর্নীতি, লুটপাট, খুন-গুমসহ জনগণের উপর যেভাবে অত্যাচার-নির্যাতন চালিযেছে, ক্ষমতা হাতছাড়া হলে আর রেহায় পাবে না। পরিস্থিতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ হবে। এই চিন্তা থেকেই শেখ হাসিনা একটা নিরাপদ প্রস্তানের পথ খুজতেছেন।
জানা গেছে, ২০১৮ সালে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে মাঠে নামিয়েছিলেন ড. কামাল, জাফরুল্লাহ, মান্না, রব, কাদের সিদ্দিকীকে। শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে তারা কথিত জাতীয় ঐক্যফ্রন্ট করে বিএনপিকে কৌশলে শেখ হাসিনার অধীনে নির্বাচনে এনেছিল। আর এবার কথিত জাতীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে জনগণের রোষানল থেকে বাচতে নতুন কৌশল হাতে নিয়েছেন শেখ হাসিনা। এ লক্ষ্যেই জাফরুল্লাহ চৌধুরী, ড. কামালসহ আওয়ামী লীগপন্থী লোকদেরকে শেখ হাসিনা এবার জাতীয় সরকার এজেন্ডা দিয়ে মাঠে নামিয়েছে।
তবে রাজনীতিক বিশ্লেষকরা মনে করছেন, এবার শেখ হাসিনা যত কৌশলই অবলম্বন করুক না কেন, কিছুই কাজে আসবে না। জনগণের রোষানল থেকে এবার হাসিনাকে কেউ রক্ষা করতে পারবে না।
Discussion about this post