অ্যানালাইসিস বিডি ডেস্ক
করোনা নিয়ে এবার শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর এই আতঙ্কের মূলে রয়েছে ডাক বিভাগের ডিজি সুধাংশু শেখর ভদ্র।
জানা গেছে, গত ১৪ আগস্টে জাতির শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট, ডেটা কার্ড উন্মোচন ও বিশেষ খামের উদ্বোধনী কাজে করোনা পজেটিভ নিয়েই গণভবনে যান ডাক বিভাগের মহাপরিচালক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেবিলে বসে উদ্বোধনী খাম, স্মারক ডাকটিকিট এবং ডেটা কার্ড উন্মোচন কাজে স্বাক্ষর করছেন তখন নীল শার্ট পরা সুধাংশু শেখর ভদ্র পাশে দাঁড়িয়ে আছেন। অথচ নিয়ম অনুযায়ী তখন তার আইসোলেশনে থাকার কথা। সেটা না করে তিনি গণভবনে গিয়েছেন।
আইইডিসিআর থেকে দেয়া সুধাংশু শেখর ভদ্রের করোনা পরীক্ষার রিপোর্টে দেখা গেছে, তার নমুনা নেওয়া হয়েছে ১২ আগস্ট, রিপোর্ট দেওয়া হয়েছে ১৩ আগস্ট। সেখানে তার নাম লেখা রয়েছে এস এস ভদ্র। এই নামেই তিনি পরিচিত বলেও জানা গেছে ডাক বিভাগ সূত্রে।
কিন্তু ১৪ আগস্টের ছবিতে দেখা গেছে, সাধারণ একটি সার্জিক্যাল মাস্ক মুখে এবং একটি ক্যাপ মাথায় দিয়ে অন্যদের সঙ্গে দাঁড়িয়ে আছেন সুধাংশু। তবে কথা বলার সুবিধার জন্য প্রধানমন্ত্রীর মুখের মাস্কটি ছিল নামানো।
খোঁজ নিয়ে একাধিক সূত্রে জানা গেছে, সুধাংশু শেখরের করোনা পজেটিভের কথা জানাজানি হওয়ার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গণভবনে। ওই যারা উপস্থিত ছিলেন সবাই এখন করোনা নিয়ে চরম উদ্বেগের মধ্যে আছেন। আর করোনা পজেটিভের কথা গোপন করে ডাক বিভাগের মহাপরিচালক গণভবনে যাওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। চরম ক্ষুব্দ হয়েছেন গণভবনের কর্মকর্তাসহ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশঙ্খলা বাহিনীর সদস্যরাও।