অ্যানালাইসিস বিডি ডেস্ক
আলোচিত জুয়ার আসর ক্যাসিনো থেকে সুবিধা নেয়া যেসব সাংবাদিকের নাম বিভিন্ন অনলাইনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন এটিএননিউজের হেড অব নিউজ প্রভাস আমিন। যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট, খালেদ মাহমুদ ও জিকে শামীমদের থেকে প্রতি মাসে মাসে মোটা অংকের টাকা নেয়ার অভিযোগ রয়েছে। এটিএন নিউজের অনেক সাংবাদিকও বিষয়টি জানে। এনিয়ে এখন চ্যানেলটিতে প্রভাস আমিনকে নিয়ে নানা কানাঘুষা ও গুঞ্জন চলছে। এমনকি সাংবাদিক পাড়ায়ও তাকে নিয়ে এখন বিভিন্ন ধরণের সমালোচনা হচ্ছে।
জানা গেছে, ক্যাসিনো থেকে যেসব সাংবাদিক সবিধা নিয়েছে তাদের একটি তালিকা সরকারের বিভিন্ন দপ্তরে জমা হয়েছে। প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতারাও এখন এসব সাংবাদিকের ওপর প্রচন্ড ক্ষুব্ধ।
এদিকে, ক্যাসিনো সুবিধাভোগীদের তালিকায় নাম আসার পর চরম বেকায়দায় পড়েছে সাংবাদিক প্রভাস আমিন। তিনি এ থেকে রক্ষা পেতে বিভিন্নভাবে সরকারের আনুকূল্য পাওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে বুয়েট ছাত্র আবরার হত্যাকে কেন্দ্র করে তিনি এখন জামায়াত শিবিরের বিরোধীতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
রোববার বাংলাট্রিবিউন নামে একটি অনলাইনে ছাত্রলীগকে নিয়ে একটি কলাম লিখেছেন। এখানে তিনি ছাত্রলীগের সমালোচনা করলেও কার্যরত ছাত্রলীগের পক্ষেই অবস্থান নিয়েছেন। বিপরীতে তিনি এই কলামে এদেশের সবচেয়ে জনপ্রিয় ও আদর্শিক ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন।
তিনি তার কলামে লিখেছেন-শিবির সন্দেহে পেটানো’, দিনের পর দিন এই যুক্তি সন্ত্রাসী সংগঠন ছাত্রশিবিরের প্রতি একধরনের সহানুভূতি তৈরি করেছে। এমনকি আবরার হত্যার প্রতিবাদ জানানোর সুযোগে ছাত্রশিবির অনেকদিন পর রাজপথে মিছিল করার সুযোগ পেয়েছে। আবরার হত্যার বিচার, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই চাই।
দাবি জানানোর আগেই দলের দিকে না তাকিয়ে আসামিদের গ্রেফতার করা হচ্ছে। তবে আমাদের সাবধান থাকতে হবে, আবরার হত্যার বিচারের দাবির সুযোগে যেন কোনও অপশক্তি নতুন করে মাঠে নামার সুযোগ না পায়।
তিনি এখানে ছাত্রশিবিরকে মূলত অপশক্তি হিসেবে উল্লেখ করেছেন। এর মাধ্যমে তিনি মূলত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকেই মূলত সমর্থন দিচ্ছেন। এরমাধ্যমে তিনি সরকারের আনুকূল্য লাভের চেষ্টা করে যাচ্ছেন।