অ্যানালাইসিস বিডি ডেস্ক
গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো নিয়ে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে শুধু সমন্বয়হীনতাই ঘটছে না, সরকারের মধ্যে এনিয়ে বড় ধরণের হ য ব র ল তাও সৃষ্টি হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরার পরিবর্তে এখন আরও বড় ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আর অবস্থার পেছনে মূল ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন। কারণ, সড়কে বেপরোয়া যানবাহন ও চালকদের নিয়ন্ত্রণের মূল দায়িত্ব হল ট্রাফিক পুলিশদের হাতে। পুলিশ সদস্যরা এখন আইন প্রয়োগের পরিবর্তে বেপরোয়া চালকদের কাছ থেকে বখশিস নিতে বেশি পছন্দ করেন।
এক সময় সরকারের মন্ত্রী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আখ্যা দেয়া হতো। কেন্টনমেন্টের রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহতের পর যখন শিক্ষার্থীরা প্রতিবাদে মাঠে নামে তখন এনিয়ে সরকারের টনক নড়ে। দুর্ঘটনা রোধ করতে তৎপর হয়ে উঠে সরকার ও বিভিন্ন সংস্থা।
এই সড়ক দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন। এসব নির্দেশনার বড় একটি অংশ বাস্তবায়নের জন্য দায়িত্ব দেয়া হয়েছিল পুলিশ প্রশাসনকে। কিন্তু, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনার একটিও বাস্তবায়ন করেনি পুলিশ।
সরকারের একটি গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, নির্দেশনাগুলো বাস্তবায়ন না হওয়ায় পুলিশ প্রশাসনের ওপর চরমভাবে ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী। একাধিক গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে প্রধানমন্ত্রী জানতে পেরেছেন, সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজের চেয়ে পুলিশ কর্মকর্তারা তাদের বাণিজ্য নিয়ে বেশি ব্যস্ত থাকে। রাজধানী প্রতিটি মোড়, ট্রাফিক সিগনেল ও গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে যানবাহন থেকে পুলিশ সদস্যরা প্রতিদিন কোটি টাকা বাণিজ্য করছে। আর এসব টাকার বড় একটা অংশ যাচ্ছে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পকেটে। নিজেদের বাণিজ্য ঠিক রাখতেই মূলত পুলিশ কর্মকর্তারা বেপরোয়া চালক ও বাস মালিকদের বিরুদ্ধে কোনো আইন প্রয়োগ করছে না। যার কারণে দিন দিন ঘাতক চালকরা আরও বেশি বেপরোয়া হয়ে উঠছে।
সূত্রটি জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি ও ডিএমপি কমিশনারকে প্রধানমন্ত্রী এসব নিয়ে অনেক শাসিয়েছেন। পুলিশের কারণে সরকারের সব অর্জন এখন ধুলিস্যাৎ হচ্ছে বলেও প্রধানমন্ত্রী তাদেরকে বলেছেন।
আর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাসিমও শনিবার এসব নিয়ে পুলিশের ওপর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা তারা কেন বাস্তবায়ন করছে না সেই প্রশ্নও তুলেন তিনি। তিনি ডিএমপি কমিশনারকে উদ্দেশ করে বলেছেন, আপনারা বলছেন এখন কঠোর হবেন, এতদিন হননাই কেন? আর কবে হবেন? প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করেননাই কেন?