চকবাজারে ভয়াল অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ঘটনার তিনি আহ্বান জানান। জামায়াত আমির বলেন, দেশবাসী এর আগেও লক্ষ করেছে যে- পুরান ঢাকায় কেমিক্যালের গোডাউনে আগুন লেগে বহুসংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছেন। তারপরেও সরকারের টনক নড়েনি। তখন তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। কিন্তু সেই তদন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়িত হয়নি।
বিবৃতিতে তিনি বলেন, সবাই একমত যে- জনবসতিপূর্ণ এলাকায় কেমিক্যালের গুদাম বা দোকান থাকা উচিত নয়। তা সত্ত্বেও পুরান ঢাকার জনবসতি এলাকায় কেমিক্যালের গুদাম বা দোকান থাকে কী করে? এ ব্যাপারে সরকারই সিংহভাগ দায়ী। সরকারের অবহেলা ও অদূরদর্শিতার কারণেই একশ্রেণির অর্থলোভী ব্যবসায়ী জনবসতিপূর্ণ এলাকায় কেমিক্যালের গুদাম তৈরি করে ব্যবসা করছে। অবিলম্বে এসব দোকান ও গুদাম বন্ধ করে দেয়া উচিত।
উল্লেখ্য, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে বুধবার রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট একযোগে কাজ করে বুধবার রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উদ্ধার অভিযান চলে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ ঘটনায় অন্তত ৭০ জন নিহত হন।
সূত্র: যুগান্তর