ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আজ বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
রাত সোয়া ৯টার দিকে বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।
আগামী ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি উপনির্বাচন হওয়ার কথা। আর মার্চ মাস থেকে পর্যায়ক্রমে দেশের সব উপজেলা পরিষদ নির্বাচন হবে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, এই সরকারের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে অংশ নেবে না। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘অভিজ্ঞতা’ থেকে দলটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ফখরুল।
বৈঠকে জাতীয় সংসদের কিশোরগঞ্জ-১ আসনের উপনির্বাচন ও গাইবান্ধা-৩ আসনের ভোটেও অংশ নেবে না বিএনপি।
সূত্র: প্রথম আলো