অ্যানালাইসিস বিডি ডেস্ক
বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ১৫টি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। একই অভিযোগে ফেসবুকও ৯টি পেজ ও ৬টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।
ফেসবুকের মত টুইটারের পক্ষ থেকেও অভিযোগ করা হয় অ্যাকাউন্টগুলো থেকে বাংলাদেশ সরকারের পক্ষে এবং বিরোধীদের বিপক্ষে কুৎসা রটানো হতো। এসব পেজ ও অ্যাকাউন্ট থেকে ফেইক নিউজ শেয়ার করা হতো।এসব ফেইক নিউজে খালেদা জিয়া ও বিএনপিকে নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করা হতো।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) টুইটার ফেসবুক একযোগে একাউন্টগুলো বন্ধ করে। এর আগে সরকারের অনুরোধে ফেসবুক কিছু অ্যাকাউন্ট বন্ধ করলেও এবার সরাসরি বাংলাদেশ সরকারকে অভিযুক্ত করে তাদের পরিচালিত ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক।
বৃহস্পতিবার টুইটারের ভেরিফাইড অফিসিয়াল অ্যাকাউন্ট টুইটার সেফটি থেকে বাংলাদেশি ১৫টি অ্যাকাউন্ট বন্ধ করার কথা জানানো হয়। বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে সরকারি পৃষ্ঠপোষকতায় এসব ভুয়া অ্যাকাউন্ট পরিচালিত হতো বলেও জানাও টুইটার।
টুইটার বলছে, টুইটারের নীতিমালা না মেনে নানা ধরনের মিথ্যা তথ্য প্রকাশ করায় এই অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়। আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক অ্যাকাউন্ট পেয়েছি, যেসব অ্যাকাউন্ট থেকে মিথ্যা বা বানোয়াট তথ্য প্রকাশিত হচ্ছে। আমাদের প্রাথমিক তদন্তে যেসব অ্যাকাউন্ট থেকে এ ধরনের কার্যক্রম হচ্ছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এ সংখ্যা ১৫। তবে আমাদের তদন্ত অব্যাহত আছে।
এ সম্পর্কে জানতে চাইলে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডর মুফতি মাহমুদ খান রয়টার্সকে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি নির্বাচনকে কেন্দ্র করে অনলাইনে ফেইক কনটেন্ট পর্যবেক্ষণের দায়িত্বেও আছেন।
সম্প্রতি প্রথম আলো, বিডিনিউজ, বিবিসি বাংলা, বাংলা ট্রিবিউনের অবিকল নকল ভুয়া ওয়েবসাইট তৈরি করে বিএনপি ও খালেদা জিয়ার নামে মিথ্যা বিভ্রান্তি নিউজ প্রচার করা হতো। এমন একটি ভুয়া সাইটের নিউজ প্রধানমন্ত্রী পুত্র সজিব ওয়াজেদ জয়ও তার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।
ফেসবুক ও টুইটারের বন্ধ করা অ্যাকাউন্টগুলো ওসব ভুয়া নিউজই শেয়ার করা হতো। তখন থেকেই ধারণা করা হয়েছিল ভুয়া পেজ ও ওয়েবসাইটগুলো সরকারের তরফ থেকেই পরিচালিত করা হতো। এবার ফেসবুক এবং টুইটার সরাসরি সেরকমটিই দাবি করলো।
আরো পড়ুন: সরকার পক্ষের ১৫ ভুয়া পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক