• যোগাযোগ
বুধবার, জুন ১৮, ২০২৫
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘প্রধানমন্ত্রী সরে দাঁড়ালে সব বাধা দূর’

অক্টোবর ৪, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে গতানুগতিক বলে মনে করছেন বিএনপি নেতারা। তারা বলছেন, নির্বাচন নিয়ে এই ধরনের বক্তব্য প্রধানমন্ত্রী এর আগেও দিয়েছেন। তার আজকের বক্তব্যে নতুন কিছুই নেই দাবি করে বিএনপি নেতারা জানান, তারা নির্বাচনে অংশ চান। আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিতের পথে প্রধানমন্ত্রীকে তারা বাধা মনে করছেন। ফলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেই নির্বাচনে সব দলের অংশগ্রহণের পথের বাধা দূর হবে। বুধবার (৩ অক্টোবর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা এমন মন্তব্য করেন।

প্রসঙ্গত, বুধবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন হবে। দেশের মানুষও ভোট দেবে। দেশে অনেক রাজনৈতিক দল। নির্বাচনে কোনও দল আসবে, আর কোন দল আসবে না, সে সিদ্ধান্ত তো আমরা নিতে পারি না। তবে আমাদের আশা, সব দলই নির্বাচনে আসবে।’

এই প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ধরনের বক্তব্য প্রধানমন্ত্রী এরআগেও দিয়েছেন। এটা গতানুগতিক, এতে কোনও নতুনত্ব নেই। আমরা নির্বাচনে যেতে চাই বলেই ৭ দফা দাবি দিয়েছি।’

দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই এই কারণে, তিনি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন৷ এখন সব দলের অংশ নেওয়ার জন্য সব ব্যবস্থা তার সরকারকেই করতে হবে। কারণ প্রধানমন্ত্রী সংবিধান কাটাছেঁড়া করেছেন৷ এখন তাকেই সংবিধান ঠিক করতে হবে। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনিই সংবিধানের সংশোধনী এনে বাতিল করেছেন৷ এখন এই সমস্যার সমাধানও তাকেই করতে হবে।’

কোনও দল নির্বাচনে না এলে কিছুই করণীয় নেই—প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শামসুজ্জামান দুদু বলেন, ‘এ কথা বলে তিনি দায়িত্ব এড়াতে পারেন না। প্রধানমন্ত্রীর করণীয় আছে। নির্বাচনে সব দলের অংশগ্রহণের পথে তিনিই এখন প্রধান বাধা। সব দল নির্বাচনে অংশ নেওয়ার পথেই তিনিই সব বাধার সৃষ্টি করেছেন৷ তিনি সরে দাঁড়ালে সব বাধা দূর হয়ে যাবে।’

আগামী নির্বাচনকেন্দ্রিক প্রধানমন্ত্রীর করণীয় প্রসঙ্গে বিএনপির নেতারা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ গ্রহণ করুক, এটা যদি প্রধানমন্ত্রী চাইতেন, তাহলে নির্বাচনে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যেসব দাবি এসেছে, সেগুলো মেনে নিতেন। নির্বাচন নিয়ে বিএনপি ৭ দফা দাবি দিয়েছে। আর যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্যপ্রক্রিয়ার নেতারা ৫ দফা দাবি দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ আবারও ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচন করতে চায়। এ কারণেই রাজনৈতিক দলের দাবিগুলোর প্রতি কর্ণপাত না করে উল্টো সেইগুলো নিয়ে তিরস্কার করছে।

উল্লেখ্য, বিএনপির ৭ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—নির্বাচনি তফসিল ঘোষণার আগেই খালেদা জিয়ার মুক্তি ও সব মিথ্যা মামলা প্রত্যাহার, জাতীয় সংসদ ভেঙে দিতে হবে, সরকারের পদত্যাগ ও সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করা, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি ভোটকেন্দ্র ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সশস্ত্র বাহিনী নিয়োগ নিশ্চিত করা, দেশের সব বিরোধী রাজনৈতিক নেতাকর্মীর মুক্তি, সাজা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার করা।

গত ১৫ সেপ্টেম্বর প্রেসক্লাবে ঘোষিত যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্যের উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে—একাদশ সংসদ নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে তফসিলের আগেই সংসদ ভেঙে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করা, আলাপ-আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করা, নির্বাচনের একমাস আগে থেকে নির্বাচনের পর ১০ দিন পর্যন্ত মোট ৪০ দিন প্রতিটি নির্বাচনি এলাকায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন করা।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচনে অংশ গ্রহণ করতে আমাদের কিছু দাবি আছে। নির্বাচনকে ঘিরে সব রাজনৈতিক দলের একটি জাতীয় ঐক্য হয়েছে। সব রাজনৈতিক দলের দাবি আছে নির্বাচন অংশ নেওয়ার ব্যাপারে। এরমধ্যে প্রথম শর্ত হচ্ছে নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রীর যে নির্বাহী ক্ষমতা আছে, তা থাকতে পারবে না। এর বাইরে নির্বাচন কমিশন পুনর্গঠন করা, বর্তমান সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার কারামুক্তিসহ তাকে নিয়ে আমরা নির্বাচনে অংশ নিতে চাই। এই দাবিগুলো পূরণ হলে আমরা নির্বাচনে যাবো।’

দলটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্যে নতুন কিছু নেই। তিনি এর আগেও সব দল নির্বাচনে অংশ নেবে বলে আশা করেছেন। কিন্তু সব দল নির্বাচনে অংশ নেওয়ার জন্য তার যেসব করণীয়, তা কিন্তু তিনি করছেন না ।

সমস্ত জাতি সব দলের অংশ গ্রহণে একটা গ্রহণযোগ্য নির্বাচন চায় বলে উল্লেখ করে রুহুল কুদ্দুস বলেন, ‘কিন্তু প্রধানমন্ত্রী চান না, সব দল অংশ নিক। তিনি মুখে সব দলের অংশগ্রহণ করার আশা করলেও তার কর্মকাণ্ড বলে দিচ্ছে তার উল্টোটা। এজন্য তিনি এখনও সংসদ বহাল রেখেছেন। দলীয় লোকদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছেন।’ এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল থেকে যেসব দাবি এসেছেন, তা মেনে নিচ্ছেন না বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা
Home Post

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫
মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পের নতুন প্রস্তাব
Home Post

মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পের নতুন প্রস্তাব

মে ২১, ২০২৫
ইশরাকের মেয়র হতে বাধা কোথায়?
Home Post

ইশরাকের মেয়র হতে বাধা কোথায়?

মে ২১, ২০২৫

জনপ্রিয় সংবাদ

  • রক্তাক্ত ২৮ ফেব্রুয়ারি: নির্বিচার গণহত্যার দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসরায়েলে নিহত বেড়ে ২৫০, আহত ১ হাজার ৫০০

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • রাসূল সা: এর দুই বছরের কারাজীবন

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫
মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পের নতুন প্রস্তাব

মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পের নতুন প্রস্তাব

মে ২১, ২০২৫
ইশরাকের মেয়র হতে বাধা কোথায়?

ইশরাকের মেয়র হতে বাধা কোথায়?

মে ২১, ২০২৫
নারী কমিশনের রিপোর্ট বাতিল করতে হবে

নারী কমিশনের রিপোর্ট বাতিল করতে হবে

এপ্রিল ৩০, ২০২৫
আমাদের শিক্ষাব্যবস্থায় নতুন ধারার প্রবর্তন অপরিহার্য

আমাদের শিক্ষাব্যবস্থায় নতুন ধারার প্রবর্তন অপরিহার্য

এপ্রিল ৩০, ২০২৫
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD