অ্যানালাইসিস বিডি ডেস্ক
শেষ নবী মোহাম্মদ (স)কে অস্বীকারকারী ও সারা বিশ্বের মুসলমানদের কাছে অমুসলিম হিসেবে পরিচিত কাদিয়ানী সম্প্রদায়ের অর্থ উপার্জনের বড় একটি মাধ্যম হলো প্রাণ-আরএফএল গ্রুপ। আর এই গ্রুপের মুখপাত্র হলো জাগোনিউজ২৪ডটকম। মূলত জাগোনিউজ বাংলাদেশে অমুসলিম কাদিয়ানী সম্প্রাদায়ের মুখপাত্র হিসেবেই বেশি পরিচিত। এই অনলাইন নিউজ পোর্টালটি কাদিয়ানীদের পক্ষে সরাসরি প্রচার না করলেও নানা কৌশলে এদেশের ইসলামী সংগঠনগুলোর ওপর আক্রমণ করে যাচ্ছে।
বিশেষ করে এদেশের সবচেয়ে বড় ও সুসংগঠিত ইসলামী সংগঠন জামায়াতে ইসলামীর বিরুদ্ধে পত্রিকাটি শুরু থেকেই অপপ্রচার চালিয়ে আসছে। তারা জামায়াতে ইসলামীকেই একমাত্র প্রধান শত্রু বলে মনে করে। তাদের মূল মিশন হলো জামায়াতে ইসলামীকে ঘায়েল করা। আর তাদের এই জামায়াত বিরোধীতার কারণও রয়েছে।
মুহাম্মদ (সা.) কে শেষ নবী হিসেবে অস্বীকারকারী পাকিস্তানের সেই গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে প্রথম অবস্থান নেন জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা ও উপমহাদেশের শ্রেষ্ট দার্শনিক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা সাইয়েদ আবুল আলা মওদুদী। ১৯৫৩ সালে তিনিই সর্বপ্রথম ‘কাদিয়ানী সমস্যা’ নিয়ে একটি বই লিখেন। কাদিয়ানীরা যে অমুসলিম এটা তিনি কুরআন-হাদীসের দলিলসহ বিভিন্ন যুক্তির মাধ্যমে প্রমাণ করেছেন। এই কারণে মাওলানা মওদুদীর ফাঁসির রায়ও হয়েছিল। এরপর থেকেই মূলত কাদিয়ানী গোষ্ঠী জামায়াত বিরোধীতায় মাঠে নামে।
এদিকে বাংলাদেশ সরকারকে জামায়াতের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার লক্ষ্যে কাদিয়ানীদের মুখপাত্র জাগোনিউজ দীর্ঘদিন ধরেই ভিত্তিহীন ও মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। ধারাবাহিক মিথ্যাচারের অংশ হিসেবেই তারা ২৬ সেপ্টেম্বর বুধবার সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার সঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের গোপন বৈঠকের নিউজ করেছে।
জাগোনিউজ তাদের প্রতিবেদনে প্রথমেই জামায়াতে ইসলামীকে মৌলবাদী সংগঠন হিসেবে উল্লেখ করেছে। তারা লিখেছে, আগামী ৯ থেকে ১২ অক্টোবর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যুক্তরাষ্ট্রে সফরে যাবেন। এসময় তিনি বিচারপতি এসকে সিনহার সঙ্গে ওয়াশিংটনে গোপন বৈঠক করবেন।
জাগোনিউজ তাদের প্রতিবেদনে মাওলানা মওদুদীকেও কঠাক্ষ করেছে। তারা লিখেছে, ১৯৪১ সালে কট্টরপন্থী মৌলবাদী আবুল আলা মওদুদীর নেতৃত্বে প্রতিষ্ঠিত এই রাজনৈতিক দলের শাখা রয়েছে বিভিন্ন দেশে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় লাখ লাখ মানুষকে হত্যায় পাকিস্তানিদেরকে সহযোগিতা করেছে জামায়াত।
জাগোনিউজের এই প্রতিবেদনটি পড়লেই বুঝা যায় যে, তারা একান্তই জামায়াত বিদ্বেষ থেকে এটা করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জাগোনিউজের বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার ও চীফ রিপোর্টার মনিরুজ্জামান উজ্জল ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ট অনুগত হিসেবে পরিচিত। রাজধানীর বকশিবাজারে অবস্থিত কাদিয়ানীদের মসজিদে গিয়ে তারা মাঝে মধ্যে তালিমেও বসেন। সেখানেই তাদেরকে জামায়াত বিরোধীতার বিভিন্ন কৌশল শেখানো হয়।