সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য হওয়ার পর এবার পেশাজীবীদের মধ্যেও আসছে বৃহত্তর ঐক্যের ঘোষণা। গত শনিবার মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত নাগরিক সমাবেশের পর নির্বাচনকেন্দ্রিক দাবিগুলো সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে বৃহত্তর জাতীয় ঐক্য প্রক্রিয়া।
এ লক্ষ্যে এবার পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত নিয়েছে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া। আগামীকাল বুধবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এ সভা হওয়ার কথা রয়েছে।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, চিকিৎসকসহ পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া সুপ্রিমকোর্টের সমমনা আইনজীবীদের নিয়েও আরেকটি মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হবে।
জাতীয় ঐক্য প্রক্রিয়া সূত্রে জানা গেছে, বৃহত্তর জাতীয় ঐক্য নামে রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশের পর শুরু হয় পেশাজীবীদের ঐক্য গঠনের প্রক্রিয়া। এই ঐক্য গঠনের কাজও প্রায় শেষ পর্যায়ে। এ বিষয়ে সুপ্রিমকোর্টের কয়েকজন আইনজীবীর সঙ্গে আলাপকালে জানা গেছে, আগামী ২৬ সেপ্টেম্বর বেলা ৩টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সব পেশার লোকদের নিয়ে একটি মতবিনিময় সভা ডাকা হয়েছে।
সুপ্রিমকোর্টের সরকারবিরোধী আইনজীবীদের নিয়ে আরেকটি ঐক্য গড়ে তোলার বিষয়ে সুপ্রিমকোর্ট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, সুপ্রিমকোর্টের আইনজীবীদের নিয়ে একটি ঐক্য গঠনের প্রক্রিয়া চলছে। যেসব আইনজীবী গণতান্ত্রিকমনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সঙ্গে সম্পৃক্ত হতে চান, তাদের জন্য আমাদের দ্বার উন্মুক্ত থাকবে।
সুপ্রিমকোর্ট গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি ও গণফোরামের কার্যকর সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানান, পেশাজীবীদের সঙ্গে নিয়েও ঐক্যের ঘোষণা আসতে পারে। তবে ওইদিন এ ঘোষণা না হলেও নতুন ঐক্য গঠনের বিষয়টি সেদিন দৃশ্যমান হবে।
আইনজীবীদের ঐক্য গঠনের বিষয়ে তিনি বলেন, পেশাজীবীদের নিয়ে ২৬ সেপ্টেম্বরের সভার পর আইনজীবীদের নিয়ে একটি ঐক্য হবে। তবে সে ঐক্য শুধু সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্যে হবে। এ নিয়ে আলোচনা চলছে।
সূত্র মতে, বৃহত্তর জাতীয় ঐক্য প্রক্রিয়ার প্ল্যাটফর্মে বিএনপিসহ দেশের বেশিরভাগ রাজনৈতিক দল ৫ দফা দাবি আদায়ে আন্দোলনে নামতে সহমত পোষণ করেছে। এই ঐক্যে এরই মধ্যে যুক্ত হয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের জামায়াত ছাড়া অধিকাংশ দলই।
যুক্তফ্রন্টের নেতৃত্বাধীন বিকল্পধারা-জাসদ-নাগরিক ঐক্য, বাম মোর্চা, গণসংহতি আন্দোলনসহ অনেকে। বাম ঘরানার আরও অন্তত ৮টি দল জাতীয় ঐক্যে যুক্ত হতে পারে।