বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন না হওয়ার বিষয়ে সরকারের ভূমিকার প্রতিবাদে ৫ জুলাই সারা দেশে সমাবেশ ডেকেছে দলটি। একই কারণে ৯ জুলাই প্রতীকী অনশনও করবে বিএনপি।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচির ঘোষণা দেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ৫ জুলাই বেলা ১১টায় তাঁরা রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এ সমাবেশ করবেন। পাশাপাশি একই দিন সুবিধাজনক সময়ে দলটি নিজ নিজ জেলা সদরে এ কর্মসূচি পালন করবে। একই প্রতিবাদে আগামী ৯ জুলাই সারা দেশে প্রতীকী অনশন করা হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, কেন্দ্রীয় বিএনপি প্রতীকী অনশনের জন্য ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অথবা মহানগর নাট্যমঞ্চের জন্য আবেদন করা হবে।
রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল নিষ্পত্তি করে আজ কুমিল্লার মামলায় হাইকোর্টের দেওয়া খালেদা জিয়ার জামিন আদেশ স্থগিত রাখেন আপিল বিভাগ । এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘উচ্চ আদালতের জামিন আদেশ আমাদের বিস্মিত করেছে। সরকারে এ ব্যাপারে ন্যক্কারজনক ভূমিকা পালন করছে।’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এ জেড মোহাম্মদ আলী, জয়নুল আবদিন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো