অ্যানালাইসিস বিডি ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের কথিত শিবির পরিচয় নিয়ে ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায় তীব্র প্রতিবাদের মুখে অবশেষে দুঃখ প্রকাশে বাধ্য হলো দৈনিক ইত্তেফাক।
বিকেল ৪:১৩ মিনিটে পত্রিকাটির অনলাইন ভার্সনে এই দু:খ প্রকাশ করে পত্রিকাটি।
‘কোটা আন্দোলনের সেই চার নেতার একজন শিবিরের সক্রিয় কর্মী’ শিরোনামে ভুয়া সংবাদ পরিবেশন করে পত্রিকাটি আন্দোলনকারীদের তীব্র সমালোচনার মুখে পড়ে। এর প্রতিবাদে আন্দোলনকারীরা ইত্তেফাক বর্জনের ডাক দেয় এবং গণহারে পত্রিকাটিতে আগুন দেয়।
সকাল ১১টার দিকে সংবাদ সম্মেলন করে পত্রিকাটিকে আজ বিকেল ৫টার মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।
সংগঠনটির নেতারা বলেন, আজ বিকেল পাঁচটার মধ্যে ইত্তেফাক পত্রিকা যদি প্রতিবেদন প্রত্যাহার না করে, কাল থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে এই পত্রিকা বর্জন করা হবে।
অবশেষে সেই ভুয়া সংবাদের জন্য দুঃখ প্রকাশ ও অনলাইন ভার্সন থেকে প্রত্যাহার করার কথা জানিয়েছে ইত্তেফাক। দুঃখ প্রকাশ করে তাদের বিবৃতিটি অ্যানালাইসিস বিডির পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
“কোটা সংস্কার আন্দোলন নিয়ে সোমবার দৈনিক ইত্তেফাকে ‘কোটা আন্দোলনের সেই চার নেতার একজন শিবিরের সক্রিয় কর্মী’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’।
প্রকাশিত সংবাদটি ইতোমধ্যেই দৈনিক ইত্তেফাকের প্রিন্টের অনলাইন সংস্করণ থেকে প্রত্যাহার করা হয়েছে। এই সংবাদের ওপর কারও ব্যক্তিগত ক্ষোভ বা দু:খ পেয়ে থাকলে দৈনিক ইত্তেফাক কর্তৃপক্ষ সেইজন্য দু:খ প্রকাশ করছে।”