অ্যানালাইসিস বিডি ডেস্ক
আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে বাসা থেকে তুলে নেয়ার পর দীর্ঘ ৫ বছর কেটে গেলেও আজও সন্ধান মেলেনি শিবির নেতা হাফেজ মো. জাকির হোসেনের। ২০১৩ সালের আজকের এই দিনে ঢাকা থেকে তুলে নেয়া হয় তাকে। হাফেজ জাকির হোসেন ইসলামি ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিমের আদাবর থানার ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
২০১৩ সালের ২রা এপ্রিল দিবাগত রাত ৪.০০ টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে একদল সাদা পোশাকধারী লোক তাকে তার মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায়। পরে ৩রা এপ্রিল তারিখে মোহাম্মদপুর শিয়া মসজিদ র্যাব-২ ক্যাম্প, মোহাম্মদপুর ও আদাবর থানায় পরিবারের পক্ষ থেকে খোঁজ নেয়া হয়। কিন্তু র্যাব অফিস ও থানা পুলিশ তখন জাকির হোসেনকে গ্রেফতার করেনি বলে জানায়।
শিবির নেতা জাকির হোসেনের কোন খোঁজ না পাওয়ায় তখন শিবির ঢাকা মহানগরী পশ্চিমের নেতৃবৃন্দের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। শিবির নেতারা তখন আশংকা প্রকাশ করে বলেছিলেন, ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে এই শিবির নেতাকে গুম করেছে।
হাফেজ জাকির হোসেনের গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর থানার কুরিপোল ২নং ওয়ার্ডে। পাঁচ ভাই দুই বোনের মধ্যে জাকির ছিলেন ষষ্ঠ।
গুম হওয়ার সময় জাকির হোসেন ঢাকা কলেজ অব মেডিকেল টেকনোলজিতে ডেন্টাল ডাক্তার শেষ পর্ব এবং ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নিরত ছিলেন।
হাফেজ জাকিরের পরিবার আজও তার পথ চেয়ে বসে আছে। তাদের সন্তান আদৌ বেঁচে আছে কিনা সেটা নিয়েও তারা আশঙ্কায় আছেন। তারা অবিলম্বে তাদের সন্তানকে ফেরত দিতে সরকারের প্রতি আকুল আবেদন জানান।
এদিকে ইসলামী ছাত্রশিবিরের নেতারাও অবিলম্বে জাকির হোসেনকে প্রকাশ্যে এনে নি:শর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।