অ্যানালাইসিস বিডি ডেস্ক
কয়েকদিন ধরে ব্যাপক বিমান হামলায় অন্তত ৫৫০ জন হতাহতের পর সিরিয়ার পূর্ব গৌতায় অবশেষে রাশিয়ার প্রস্তাবিত ৫ ঘন্টার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। জানা গেছে লোকজনদেরকে ঐ এলাকা থেকে সরিয়ে নিতে এই সাময়িক “মানবিক যুদ্ধবিরতি”র জন্য সম্মত হয়েছে যুদ্ধরত পক্ষগুলি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ২টার এই যুদ্ধবিরতির আদেশ দেন। খবর আলজাজিরার।
সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস (SOHR) নামক এক পর্যবেক্ষক সংগঠনের মতে ঐ অঞ্চলে ইতিমধ্যেই ৫৫০ জন বেসামরিক লোক নিহত হয়েছে। উদ্ধারকারী সংগঠন হোয়াইট হেলমেটের মতে গত সোমবারে রাসায়নিক গ্যাস হামলায় এক শিশু নিহত হয়েছে। এছাড়াও পূর্ব গৌতার শিফানিয়ায় আরও অন্তত ১৮ জন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য বিদ্রোহী নিয়ন্ত্রিত দামেস্ক উপকূলে বোমাবষর্ণ ও যুদ্ধ প্রায় ৭ বছর ধরে চলে আসছে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ৩০ দিনের অস্ত্রবিরতি দ্রুত কার্যকরে জোর দিয়েছেন। তিনি এই অঞ্চলকে পৃথিবীর নরক আখ্যায়িত করেছেন।
সিরিয়ার অন্যান্য অঞ্চলগুলোতে যুদ্ধ এখনও চলছে। আফরিনে তুর্কি বাহিনীর সাথে যুদ্ধে কুর্দি মিলিশিয়া ও সরকারি বাহিনীর এ পর্যন্ত অন্তত ৩৬ জন নিহত হয়েছে, পশ্চিম ইদলিবে দুই বিদ্রোহী গ্রুপের যুদ্ধ চলছে। এবং ইরাকের একটি অঞ্চলে আইএস ও মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর যুদ্ধ চলছে।