২০১৩ সালের ৫ ও ৬ মে রাতের অন্ধকারে মতিঝিলের শাপলা চত্তরে হেফাযত কর্মীদের উপর চালানো গনহত্যায় নিহতদের জানাজাপূর্ব বক্তব্যে কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছিলেন, তিনি এমন নির্মম হত্যাকাণ্ড তাঁর জীবনে আর দেখেননি।
মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহন করা এবং পাকবাহিনীর গনহত্যা স্বচক্ষে দেখা একজন বীরউত্তম যখন বলেন যে তিনি এমন হত্যাকাণ্ড তাঁর জীবনে দেখেননি, তাহলে ৫ মে’র গনহত্যার ভয়াবহতা কেমন ছিলো তা সহজেই অনুমান করা যায়।
সেদিন রাতের অন্ধকারে সকল লাইট বন্ধ করে রেডিও টেলিভিশনসহ সকল সাংবাদিকদের সরিয়ে দিয়ে এই নির্মম হত্যাকাণ্ড চালানো হয় বলেও জানাজাপূর্ব বক্তব্যে উল্লেখ করেন বিকল্প ধারার চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী।
বিস্তারিত দেখুন উপরের ভিডিওতে।
Discussion about this post