অ্যানালাইসিস বিডি ডেস্ক
বলিউড গায়ক সোনু নিগম দাবী করেছিলেন সকালের আজানের শব্দে তার ঘুম ভাঙে। এতে বিরক্ত হয়ে তিনি টুইটি করেছিলেন, “আমি মুসলিম না। তাহলে কেন আজানের শব্দে আমার ঘুম ভাঙানো হবে?”
সোনু নিগমের এমন মন্তব্যে সমগ্র ভারতে প্রতিবাদের ঝড় উঠে। বাংলাদেশেও এর প্রতিবাদ কম হয়নি। কিন্তু বিবিসি হিন্দির এক নিউজে জানা গেলো যে, সোনু নিগমের বাড়ি থেকে আদৌ আযানের কোনো শব্দই শোনা যায় না!
বিবিসি হিন্দির প্রতিবেদন মতে, কিছু ভারতীয় সাংবাদিক গতকাল খুব সকালে যখন ফজরের আজান হয় তখন সোনু নিগমের মুম্বাইয়ের ফ্লাটের সামনে জড়ো হয়েছিল; এটা দেখার জন্য যে, আজানের শব্দ সেখান থেকে কেমন মাত্রায় শোনা যায়। অবাক বিষয় হচ্ছে তারা সকালে সেখান থেকে কোন আজানের শব্দ শুনতেই পাননি।
সোনু নিগমের প্রতিবেশীনি এক হিন্দু মহিলাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে, তিনি সকালে বাসা থেকে আজানের শব্দ শুনেছেন কিনা কখনো। সেই মহিলা বলেছেন, আমরা এখানে কোন আজান তো কখনো শুনতে পাইনি।
যেই সাংবাদিক বিবিসি হিন্দির প্রতিবেদনটি লিখেছেন তিনি নিজেও গতকাল সকালে সেখানে ছিলেন।
বিবিসি হিন্দির সেই নিউজটির লিংক: ‘तड़के सोनू निगम के घर के पास कैसी आवाज़ें सुनाई देती हैं’
Discussion about this post