কুমিল্লায় বুকে নৌকা মার্কা নিয়ে ধানের শীষে ভোট দেয়ার কৌশল নেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নোমান বলেন, ‘বলতে পারেন- সরকারি দলের লোকজন সিল মারার পরও কীভাবে ধানের শীষ জিতল? এজন্য আমাদের কৌশল নিতে হয়েছিল।’
‘আমাদের ভোটাররা বুকে নৌকা প্রতীক নিয়ে ধানের শীষে ভোট দিয়েছে। এই কৌশলে আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ ধানের শীষ প্রার্থীকে জিতিয়েছে’ যোগ করেন তিনি।
এসময় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘সিইসি বলেছিলেন- কোনো অবস্থাতেই তিনি মাথা নত করবেন না। কিন্তু তিনি তার কথা রক্ষা করতে পারেননি।’
তিনি বলেন, ‘নির্বাচনে আমরা জিতেছি ঠিক। কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে আমরা ৩০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিততাম।’
জাতীয় গণতান্ত্রিক আন্দোলন ‘মহান মুক্তিযুদ্ধ ও শহীদ জিয়া’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। দলের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মিসেস সাবিরা নাজমুল, ফরিদ উদ্দিন, ভিপি ইব্রাহিম প্রমুখ বক্তব্য দেন।
Discussion about this post