• যোগাযোগ
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সরকারের অব্যবস্থাপনায় ডা. মইনের মৃত্যু!

এপ্রিল ১৬, ২০২০
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেট ওসমানী মেডিকেলের সহযোগী অধ্যাপক ডা. মইন উদ্দীন। তিনি সিলেটে গরিবের ডা. হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুর পর পুরো সিলেট জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মইনের মৃত্যুতে দুইদিন ধরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের আবেগঘন ভাষায় স্ট্যাটাস দিয়ে মইনকে শ্রদ্ধা জানাচ্ছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছেন।

ডা. মইনের মৃত্যুর পরেই সরকারি বিভিন্ন অনিয়ম অব্যবস্থাপনার চিত্র উঠেেএসেছে। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার চিকিৎসার প্রক্রিয়া নিয়েও ব্যাপক প্রশ্ন জন্ম হয়েছে। ডা. মইন কোনো সাধারণ চিকিৎসক ছিলেন না, উনি একটি সরকারি মেডিকেল কলেজের একজন সহকারি অধ্যাপক ছিলেন। অথচ করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়নি।

জানা গেছে, ডা. মইন করোনায় আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে নিজে আক্রান্ত হয়েছেন। সরকারের পক্ষ থেকে পিপিই ব্যবস্থা না করাই মূলত তিনি আক্রান্ত হন। সরকারের পক্ষ থেকে তাকে যথাযথ সুরক্ষা সামগ্রী দেয়া হয়নি। আক্রান্ত হওয়ার পর উপরের অনুমতি না থাকার অজুহাত দেখিয়ে তাকে নিজ কর্মস্থল ওসমানী মেডিকেল কলেজেও রাখা হয়নি।

তারপর তাকে ঠেলে দেয়া হয় শামছুদ্দিন হাসপাতালে। সেখানে ভেন্টিলেটরের নামে যে দুইটা বস্ত রাখা আছে সেটা চালানোর মতো লোকবলও নিয়োগ দেয়া হয়নি। পরে জানা যায় ভেন্টিলেটর নামক মেশিন দুইটা আসলে নষ্ট।

এরপর যখন ডা. মইনের কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের জন্য ওসমানী মেডিকেলের ভেন্টিলেটর চাওয়া হলো তখন বলা হয়েছে, ওসমানী মেডিকেলের আইসিও এইচডিওতে রাখা যাবেনা, যেহেতু ভেন্টিলেটরের নেগেটিভ প্রেশার সিস্টেম নাই।

“সরকারি হাসপাতালের চিকিৎসক হয়েও তিনি পাননি নিজের প্রতিষ্ঠানের আইসিইউ, পাননি সরকারের অ্যাম্বুলেন্সও।”

এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২০ বেডের আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। গত ৪ মার্চ থেকে চালু হয়েছে এ আইসোলেশন সেন্টারের কার্যক্রম। এর বাইরে শাহী ঈদগাহ সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং খাদিমনগর স্বাস্থ্য কমপ্লেক্সকে করোনা চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে বলেও জানানো হয় মাসখানেক আগে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শামসুদ্দিন হাসপাতালে দুটি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেড কয়েকদিন আগে প্রস্তুত করা হয়। তবে হাসপাতালের মধ্যে সন্দেহজনক রোগীদেরকে যে কক্ষে রাখা হয় (আইসোলেশন ইউনিট) তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। এখানে ভেন্টিলেন্টর থাকলেও সেন্ট্রাল অক্সিজেন, সেন্ট্রাল এয়ারকুলারসহ কিছু সুবিধার ঘাটতি রয়েছে। আইসিইউ’র শর্ত পূরণের জন্যে এসব সুবিধা অত্যন্ত প্রয়োজন। এছাড়া আইসিইউ পরিচালনার জন্যে শামসুদ্দিন হাসপাতালে সার্বক্ষণিক দায়িত্ব পালনের মতো লোকবল নেই।

বিষয়টি জেনেই করোনাভাইরাস আক্রান্ত চিকিৎসক মঈন উদ্দিনকে ওসমানী হাসপাতালের আইসিইউতে স্থানান্তরের প্রস্তাব দিয়েছিলেন কয়েকজন চিকিৎসক।

এ প্রসঙ্গে ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান বলেন, “ওসমানীর সবক’টি আইসিইউ বেড রোগীতে পরিপূর্ণ। পাশাপাশি হাসপাতালে প্রতিদিন সহস্রাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এমন বাস্তবতায় ওই চিকিৎসককে সেখানে স্থানান্তর করা যায়নি।”

ওসমানী হাসপাতালের একটি সূত্র জানায়, “ওই চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্স কিংবা আইসিইউ অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় স্থানান্তরের আবেদন জানায় তার পরিবার। কিন্তু ওসমানী থেকে তাকে কোনো সহায়তা দেওয়া হয়নি।”

আরেকটি সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে তিনি কথা বলেছিলেন। তখন থেকেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ তার মইনের ওপর ক্ষিপ্ত ছিলেন। এই কারণে, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে মইনের চিকিৎসার ব্যাপারে যথাযথ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

রাজনীতিক বিশ্লেষকরা বলছেন, ডা. মইনের মৃত্যুর দায় রাষ্ট্র এড়াতে পারে না। ডা. মইনকে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার পেছনে সরাসরি সরকার জড়িত। কারণ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পরিকল্পিতভাবে মইনের জন্য এয়ার এম্বুলেন্সের ব্যবস্থা করেনি।

সচেতন মহল বলছেন, সরকারের অব্যবস্থাপনা ও খামখেয়ালিপনায় ড. মঈনের মৃত্যুর জন্য দায়ী। তারা বলেন, করোনার পূর্বপ্রস্তুতের সময় থাকলেও তারা গ্রহণ করেনি। এমনকি এখনও পর্যন্ত হাসপাতাল গুলোতেও নেই চিকিৎসার সরঞ্জাম। দেশের এই ক্রান্তিকালে দেশের মানুষ যখন অনিরাপদ তখন অন্য রাষ্ট্রের সহয়োতায় ব্যস্ত আমাদের প্রধানমন্ত্রী।

সম্পর্কিত সংবাদ

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা
Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫
জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা
Home Post

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫

জনপ্রিয় সংবাদ

  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • অনৈসলামিক কর্মকান্ড বন্ধে আল্লামা সাঈদীর ভূমিকা

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • গুম-খুন-ধর্ষণের সূচনা করেছিলো শেখ মুজিব!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫
জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫
মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পের নতুন প্রস্তাব

মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পের নতুন প্রস্তাব

মে ২১, ২০২৫
ইশরাকের মেয়র হতে বাধা কোথায়?

ইশরাকের মেয়র হতে বাধা কোথায়?

মে ২১, ২০২৫
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD