অ্যানালাইসিস বিডি ডেস্ক
বিএনপি থেকে জামায়াতকে দূরে সরানোর জন্য গত সংসদ নির্বাচনের আগে সরকারের নির্দেশে ড. কামার ও জাফরুল্লাহ গঠন করেছিলেন কথিত জাতীয় ঐক্যফ্রন্ট। সরকার মনে করেছিল খালেদা জিয়াকে কারাগারে বন্দী রেখে ড. কামাল, জাফরুল্লাহ আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে দিয়ে ২০ দলীয় জোট থেকে জামায়াত বের করে দেয়া সম্ভব হবে। কিন্তু, কামাল-জাফরুল্লাহরা শত চেষ্টা করেও এখন পর্যন্ত বিএনপি থেকে জামায়াতকে বিচ্ছিন্ন করতে পারেনি।
এর আগে, বিএনপিপন্থী বুদ্ধিজীবী প্রফেসর এমাজউদ্দিনও অনেক চেষ্টা করেছিল। কিন্তু, খালেদা জিয়া তার কথাকে কোনো পাত্তাই দেননি। এরপর এমাজউদ্দিন নিজে ব্যর্থ হয়ে এ কাজে জাফরুল্লাহকে সামনে নিয়ে আসছেন।
কামাল-জাফরুল্লাহদের অভিযোগ-বি্এনপির সঙ্গে জামায়াত থাকার কারণে নাকি কথিত জাতীয় ঐক্যফ্রন্টের আন্দোলন সফল হচ্ছে না। এই আন্দোলন সফল করতে তারা এখন বিএনপি থেকে জামায়াতকে দূরে সরানোর জন্য নতুন ফন্দি আটছেন। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে কামাল-জাফরুল্লাহরা দেখা করতে যাচ্ছেন। ইতিমধ্যে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে অনুমতিও নিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে পাঠিয়ে দিতে চাচ্ছিল সরকার। এজন্য বিএনপির ৬ এমপিকে দিয়ে খালেদা জিয়াকে বুঝানোর চেষ্টা করেছিল। কিন্তু, খালেদা জিয়া সরকারের এ প্রস্তাবে রাজি হননি। যদিও বিএনপির এমপিরা দেখা করে বাইরে এসে বলছিল যে, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে রাজি আছেন। সরকারের এই পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এখন আবার কামাল-জাফরুল্লাহকে দিয়ে নতুন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে।
জানা গেছে, সরকারের ইঙ্গিতেই কামাল-জাফরুল্লাহরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছে। তারা খালেদা জিয়াকে প্রস্তাব দেবেন-যদি ২০ দলীয় জোট থেকে জামায়াতকে বের করে দেয় তাহলে খুব শিগগিরই তিনি মুক্তি পাবেন। এছাড়া, জামায়াতকে জোট থেকে বের করে দিলে বিএনপির কি লাভ হবে সেটা খালেদা জিয়াকে তারা বুঝাবেন।