অ্যানালাইসিস বিডি ডেস্ক
দুর্নীতির বরপুত্র হিসেবে খ্যাত ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালকে বিচারের আওতায় না এনে নিরাপদে এবং সম্মানের সহিত ইফা থেকে বিদায় নেয়ার ব্যবস্থা করছে সরকার। সেই আলোকেই ছুটির দিন হওয়া সত্ত্বেও শুক্রবার তাকে আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ঢোকার সুযোগ দিয়েছে সরকার।
খোঁজ নিয়ে জানা গেছে, সামীম আফজালের জন্য এখন বড় সমস্যা হচ্ছে সেই ৫০টি ফাইল। গত শনিবার ছুটির দিনে যেগুলো সরানোর জন্য তিনি অফিসে গিয়েছিলেন। কর্মকর্তাদের বাধায় তিনি সেদিন ফাইলগুলো সরাতে পারেননি।
জানা গেছে, ধর্মমন্ত্রী এবং ইফা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে পদত্যাগের কথা বলা হলেও তিনি পদত্যাগ করছেন না। এর মূল কারণ হলো ৫০টি ফাইল। বিগত ১০ বছরে তিনি যেসব অনিয়ম-দুর্নীতি করেছেন সবগুলোর ডকুমেন্টই এই ৫০টি ফাইলে রয়েছে।
একাধিক সূত্রে জানা গেছে, সামীম আফজাল প্রধানমন্ত্রীকে বলেছেন, পদত্যাগ করতে হলে আমাকে অফিসে যাওয়ার সুযোগ দিতে হবে। এখানে আমার গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে। সেগুলো ঠিক করতে হবে। এরপরই তিন দিনের ছুটি শেষে শুক্রবার তাকে অফিসে ঢুকার সুযোগ দিয়েছে সরকার।
ফাউন্ডেশনের একাধিক সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের সময়ও তিনি অফিসে ছিলেন। অফিসে গিয়ে তিনি অনেক ফাইলপত্র বের করে কাগজপত্র দেখেছেন। যেহেতু সরকার তাকে এসব দেখার অনুমতি দিয়েছে তাই ফাউন্ডেশনের কর্মকর্তারা তাকে বাধা দেননি। তিনি আসার সময় গুরুত্বপূর্ণ কিছু কাগজ নিয়ে এসেছেন বলেও সূত্রটি জানিয়েছে।
আর ধর্মপ্রতিমন্ত্রী এবিষয়ে গণমাধ্যমকে বলেছেন, সরকার একটি সুন্দর সমাধান চায়। এজন্য তিন দিনের ছুটি শেষে ডিজি সাব শুক্রবার অফিসে গিয়েছেন।
আরেকটি সূত্রে জানা গেছে, শনিবার ইফার গভর্নরদের জরুরি মিটিং আছে। সেখানে সামীম আফজালের বিষয়ে বড় ধরনের কোনো সিদ্ধান্ত হতে পারে।