অ্যানালাইসিস বিডি ডেস্ক
আওয়ামী লীগ সব চেয়ে বেশী উন্নয়ন দাবী করে, বিদ্যুত খাতে।
তারা বলে, ৫০০০ মেগাওয়াট এখন ৩০,০০০ মেগাওয়াট হয়েছে এবং ব্লা ব্লা।
কিন্ত, সব চেয়ে ইন্টেরেস্টিং হচ্ছে, ন্যাশনাল একাউন্টিং ২০১৮ মতে, ২০০৭/০৮ সাল থেকে ২০১৬/১৭ দশ বছরে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে মাত্র, দুই গুন।
এই খানে আমরা দেখতে পাচ্ছি, ২০০৭/০৮ সালে বাংলাদেশের বাৎসরিক বিদ্যুৎ উদপাদন ছিল, ২৪,৯৫৩ মিলিয়ন কিলোওয়াট আওয়ার।
যেইটা , ২০১৬/১৭ সালে হয়েছে মাত্র, ৫০,৬৯১ মিলিয়ন কিলোওয়াট আওয়ার।
মানে দশ বছরে, বাৎসরিক উৎপাদন মাত্র দ্বিগুণ বেড়েছে।
কিন্ত এই পুরো সময়ে বিদ্যুৎ খাতে, প্রায় ৯ বিলিয়ন ডলার মানে, ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।
বিদ্যুতের দাম বেড়েছে কয়েক গুন, যা আপনার আমার পকেট থেকেই যাচ্ছে ।
কিন্ত উৎপাদন বাড়ছে মাত্র দ্বিগুণ।
তাহলে আওয়ামী লীগের, এই ১০ হাজার, ১৫ হাজার , ২০ হাজার মেগাওয়াটের দাবীটা কি ?
সেইটা হচ্ছে ইন্সটল্ড ক্যাপাসিটি।
মানে উৎপাদনের সক্ষমতা বেড়েছে। কিন্ত সক্ষমতা একটা তাত্ত্বিক ক্ষমতা। কারন একটা প্ল্যান্ট বসালো ৫০০ মেগাওয়াটের কিন্ত সেইটা নষ্ট হয়ে বসে আছে, কিন্ত তাও বলা হবে, ক্যাপাসিটি ৫০০ মেগাওয়াট বেড়েছে।
কিন্ত এই যে ক্যাপাসিটি বাড়ানো হয়েছে এর পেছনেও আছে, বিশাল চুরি – কারন কুইক রেন্টালে যার যার ক্যাপাসিটি আছে, সে উৎপাদন করুক না করুক, তবুও তাকে একটা ঘণ্টা ওয়ারী পয়সা দেয়া হয়।
কিন্ত, ১০ বছরে, ৭২ হাজার কোটি টাকা খরচ করে, মাত্র দুই গুন উৎপাদন বাড়ানো টাকেও তারা উন্নয়ন মেলা দিয়ে উদযাপন করে ।
এদের লজ্জাও হয়না।