অ্যানালাইসিস বিডি ডেস্ক
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার শহিদুল আলমকে অসৎ দাবি করে তিনি ক্যামেরার সামনে অভিনয় করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীপুত্র সজিব ওয়াজেদ জয়।
শনিবার বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এমন মন্তব্য করেন সজিব ওয়াজেদ জয়।
সজিব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাসটি অ্যানালাইসিস বিডির পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
“শহিদুল আলমের নির্যাতনের অভিযোগ আমাদের সরকারের বিরুদ্ধে তার অনেক মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের মধ্যেই একটি। তাকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে নেয়া হয় যেখানে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করেন। তারা নির্যাতনের কোনো প্রমান এমনকি ইঙ্গিতও পাননি। আন্তর্জাতিক গণমাধ্যম হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে একই বিষয় জানতে পারেন।
এ থেকে প্রমান হয় শহিদুল হক আসলে কতটা অসৎ। আদালতে নির্যাতনের মিথ্যা অভিযোগ করে ক্যামেরার সামনে হাঁটার সমস্যার অভিনয় করছে।”
উল্লেখ্য, দৃক গ্যালারীর ব্যবস্থাপনা পরিচালক ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট এর চেয়ারম্যান শহিদুল আলমকে গত রোববার রাতে তার বাসা থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরেরদিন গোয়েন্দা পুলিশ তাকে ছাত্রদের নিরাপদ সড়ক আন্দোলনে উস্কানি দেয়ার কথিত অভিযোগে আটক দেখায়।
আদালতে তোলার সময় শহিদুল আলম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার উপর টর্চার করা হয়েছে এবং তার রক্তাক্ত শার্ট ধুয়ে আবার তাকে পরানো হয়েছে। এছাড়া আদালতের একজন বিচারক বলেছেন, আপনার ভাগ্য ভালো যে আপনাকে গুম করা হয়নি।
অ্যানালাইসিস বিডি