অ্যানালাইসিস বিডি ডেস্ক
এবার ২০ লাখ টাকা চাঁদা না দেয়ায় ইউনিএইডি কোচিং সেন্টারের পরিচালক মো. রাশেদ মিয়াকে কিল ঘুষি মেরে ব্যাপক মারধর করলো চট্টগ্রাম মহানগরী ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। রনির মারধরের সিসি ক্যামেরা ফুটেজ অনলাইন ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায় রনি কোচিং পরিচালককে চুলের মুষ্ঠি ধরে অনবরত কিল ঘুষি মেরে যাচ্ছেন। এসময় কোচিং পরিচালকের কক্ষে আর কেউ ছিলো না।
এই ঘটনায় কোচিং পরিচালক রাশেদ মিয়া থানায় একটি মামলা দায়ের করেছন। মামলায় নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ও নোমান চৌধুরী রাকিবসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১৭ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা রনি কোচিং পরিচালকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। নয়তো এখানে ব্যবসা করতে দেয়া হবে না বলে হুমকী দেন। চাঁদা কোথা থেকে দিবো বলার পরই কোচিং পরিচালককে চড়, থাপ্পড় মারতে শুরু করেন রনি। এরপর গত ১৩ এপ্রিল রনি ও রাকিবের নেতৃত্বে কয়েকজন তাকে তুলে নিয়ে যায়। এসময় তার কাছে পূর্বের দাবি করা চাঁদার ২০ লাখ টাকা দিতে বলে এবং হকিস্টিক ও লাঠিসোটা দিয়ে এলাপাথাড়ি মারপিট করতে থাকে। তাদের নির্যাতনে কোচিং পরিচালক রাশেদ মিয়া তার বাম কানে ব্যাপক আঘাত পান এবং শ্রবণ শক্তি সম্পূর্ণরুপে হারিয়ে ফেলেন।
ছাত্রলীগ নেতা রনি তাকে হুমকী দেন চাঁদার ২০ লাখ টাকা দিলে তাকে বাঁচিয়ে রাখবে, নয়তো মেরে ফেলবে। তখন রাশেদ মিয়া জীবন বাঁচাতে তার বাসায় থাকা ৪০ হাজার টাকা দিতে রাজি হয় এবং বাকিটা পরে দিবে বলে জানায়। কিন্তু এতে রনি রাজি হয়নি, সে বাকি টাকা না দেয়া পর্যন্ত তার পাসপোর্ট তার কাছে জমা দিতে বলে। কথামত রাশেদ মিয়া তার বাসায় থাকা ৩৫ হাজার টাকা তাকে দেয় এবং রনি জোরপূর্বক রাশেদ মিয়া ও তার স্ত্রীর পাসপোর্ট নিয়ে আসে। টাকা দিয়ে পাসপোর্ট ফেরত নিতে বলে রনি। পরে রাশেদ মিয়াকে রনি ও তার সাঙ্গপাঙ্গরা মোটর সাইকেলে করে রাস্তায় পাশে রেখে চলে যায়।
এর আগে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. জাহেদ খানকেও কিল ঘুষি মেরে লাঞ্চিত করেন রনি। সেই মারধরের ভিডিওও অনলাইনে ভাইরাল হয়। পরে জানা যায়, ড. জাহেদের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা নেয়ার পর আরো ২০ লাখ টাকা চেয়ে না পাওয়ায় তাকে মারধর করে ছাত্রলীগের এই মহানগর নেতা।
https://www.youtube.com/watch?v=uWsj5Gx_cRA&feature=youtu.be