পুলিশি হামলা ও লাঠিচার্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির অবস্থান কর্মসূচি পণ্ড হয়ে গেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এসময় আটক করা হয়েছে কয়েকজন নেতাকর্মীকে। খবর যুগান্তরের।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচি শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু এর ১৫ মিনিট আগেই নেতাকর্মীরা জড়ো হতে চাইলে পুলিশ হামলা ও লাঠিচার্জ চালায়। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।
কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানে প্রেসক্লাব এলাকা মুখরিত করে তোলেন।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান ঢাকার একটি আদালত। এর পর থেকে কারাগারে আছেন তিনি। এদিকে তার মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে বিএনপি। চার দফায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি পেশ, কালো পতাকা প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটি।
বৃহস্পতিবার খালেদা জিয়ার কারাজীবনের এক মাস পূর্ণ হয়েছে। এদিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের হামলা ও বাধার মুখে পড়েন বিএনপি নেতাকর্মীরা।