ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে সর্ব মহলে প্রশ্ন উঠেছে। মেডিকেল, বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। মেধাবীরা আজ সকল ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। যা শিক্ষাব্যবস্থার জন্য ভয়াবহ বিপর্যয়েরই নামান্তর। যার প্রভাব জাতীয় রাজনীতিতে পরিলক্ষিত হচ্ছে। তাই জাতীয় রাজনীতির গুণগত পরিবর্তন সাধনের জন্য ছাত্র রাজনীতিতে মেধা চর্চার বিকল্প নাই।
বুধবার রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
শিবির সভাপতি বলেন, সরকার প্রশ্ন ফাঁস ঠেকাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিশ্চিতভাবে জেনেও যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কোনো কার্যকরি পদক্ষেপ নিচ্ছে না। লোক দেখানো ও দায়সারাভাবে গ্রেফতার করেই সরকার তার দায়িত্ব শেষ মনে করছে। অথচ প্রতিবছরই মেডিকেল ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সাথে সরকারের গুরুত্বপূর্ণ মহল ও ছাত্রলীগের সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। এ কারণেই সরকার তাদের বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা নিচ্ছে না। দেশ যেখানে মেধাবীদের হাত ধরে এগিয়ে যাওয়ার কথা সেখানে মেধার পরিবর্তে মেধাহীনরা প্রশ্নফাঁসের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে। এরাই পরবর্তীতে সরকারের গুরুত্বপূর্ণ পদে বসছে। ফলে মেধাহীনদের কবলে চলে যাচ্ছে দেশের গুরুত্বপূর্ণ পদগুলো।
কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক জামশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক শাহ মোঃ মাহফুজুল হক, দাওয়াহ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিজ্ঞপ্তি
Discussion about this post