বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া গত শনিবার দুই মাসের জন্য লন্ডন গেছেন। বিষয়টি নিয়ে সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনার সূত্রপাত করেন একজন মন্ত্রী। বৈঠক সূত্রে জনা গেছে, এ সময় ওই মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে খালেদা জিয়ার লন্ডন সফরের বিষয়টি উত্থাপন করেন। এ সময় ওই মন্ত্রীর দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, ‘দেখেন উনি (খালেদা জিয়া) ফিরে আসেন কিনা?’
সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে উপস্থিত ছিলেন এমন একাধিক মন্ত্রী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র জানায়, এ সময় আলোচনায় অংশ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করে বলেন, উনি (খালেদা জিয়া) মামলার ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেন কিনা? যিনি মামলার তারিখ পেছনোর জন্য ১৫০ বার আবেদন করেন—তার বেলায় এ প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক যে উনি কি তাহলে মামলার ভয়ে আর আসবেন না?
এ সময় একজন মন্ত্রী মন্তব্য করেন, ‘ওয়ান ইলেভেনের সময় যে সাহসিকতা দেখিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশে ফিরে এসেছেন, উনি (খালেদা জিয়া) কি সেভাবে আসবেন নাকি আবার আসার তারিখ পেছাবেন তা সময় বলে দেবে।’
সোমবার দুপুরে সচিবালয়ে পৃথক অপর একটি অনুষ্ঠান শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ একজন তো (তারেক রহমান) মামলার ভয়ে দেশেই আসেন না। অপরজনও (খালেদা জিয়া) গেলেন সেই টেমস নদীর পাড়ে।’
সূত্র: বাংলা ট্রিবিউন
Discussion about this post