ফারাক্কা ব্যারাজসহ উজানে ভারতের সব নদীর বাঁধ ভেঙ্গে ফেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে দু’দেশের প্রধানমন্ত্রীর কাছে আহবান জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) নেতৃবৃন্দ। এর পাশাপাশি তিস্তা নিয়ে বন্টন নয় অববাহিকা ভিত্তিক পানি ব্যবহার চুক্তির দাবি জানান তারা। একিই সাথে সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎ প্রকল্প অবিলম্বে বাতিলের দাবি জানান তারা।
আজ ঢাকা রিপোটাস ইউনিটিতে সংগঠনটির আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। আসন্ন ভারত বাংলাদেশ শীষক বৈঠকের প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে সংগঠনের সহসভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল লিখিত বক্তব্য পাঠ করেন।
এতে তিনি বলেন,আর্ন্তজাতিক পানি ব্যবহার বিষয়ক জাতিসংঘ আইনে নদীর পানি বন্টনের কোনো কথা নেই,পানির ব্যবহারের কথা রয়েছে। দুই বন্ধু রাষ্টের মধ্যকার পানি ভিত্তিক সমস্যার ন্যায়ও জনবান্ধব সমাধানে এই আইনই এক মাত্র অবলম্বন। তাই বাংলাদেশ ভারত মিলে আন্তজাতিক পানি প্রবাহ ব্যবহার বিষয়ক জাতিসংঘ আইন ১৯৯৭/২০১৪ অনুসমথন ও তার ভিত্তিতে নদী সংরক্ষন ও ব্যবহার বিষয়ে পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান।
একই সঙ্গে গঙ্গা অবরোধকারী ফারাক্কা বাঁধ খুলে দিয়ে মুক্ত গঙ্গা প্রবাহ নিশ্চিত করতে দুই সরকার প্রধানকে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়ার আহবান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,ডা.আব্দুল মতিন,টিআইবির নিবাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ পরিবেশ বাদী সংগঠনের নেতারা।
সূত্র: নয়াদিগন্ত
Discussion about this post