সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর উপকমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করতে না পারার অযুহাত দেখিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার করা হয় হেলেনা জাহাঙ্গীরকে। বহিষ্কারের ৪ দিন পরেই আজ বৃহস্পতিবার তার বাসায় অভিযান চালিয়েছে র্যাব।
তবে বহিষ্কারের পরে হঠাৎ তার বাসায় অভিযান কেন এ নিয়ে জনমনে রয়েছে প্র্রশ্ন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে মুখ খোলার আগেই আওয়ামীলীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরের বাসায় এই অভিযান নাটক সাজিয়ে তাকে গ্রেফতার করা হবে নাতো?
দেখা গেছে, গতকাল ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের বিরেুদ্ধে অনেক অভিযোগও করেছেন। এই ফেসবুক লাইভ কি কাল হলো তার?
ফেসবুক লাইভে এসে তিনি আবেগঘন হয়ে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী নেতা এমপিদের অপকর্মের বিষয়ে তুলে ধরেন। এছাড়া ক্ষমতাসীনদের মন্ত্রী থেকে শুরু করে সকল পর্যায়ে তার রয়েছে সম্পর্ক। তিনি বলেন, আমার একটি টেলিভিশন আছে ভুর্তকি দিয়ে আওয়ামী লীগের জন্য চালিয়ে যাচ্ছি। তার পরেও তাকে কেন পদ থেকে বাতিল করা হলো বলে আবেগী হয়ে জানতে চান ওই নেত্রী।
উল্লেখ্য, গত রোববার দলের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা গত ১৭ জানুয়ারি উপকমিটির সদস্য হয়েছিলেন। তার আগে ২০২০ সালের ডিসেম্বরের দিকে তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন।
Discussion about this post