অ্যানালাইসিস বিডি ডেস্ক
সারাদেশে এক ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনা। প্রতিদিন হাজারো মানুষ আক্রান্ত হচ্ছে। আর মৃত্যুর মিছিল তো দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছেই। দেশের মানুষ এখন ভয় আতঙ্কে প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছে। কেউ বলতে পারছে না যে এই মৃুত্যর মিছিলের শেষ কোথায়। আর লকডাউনের নামে সরকারের ইঁদুর-বিড়াল খেলার কারণে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে।
এই সংকট মুহূর্তে সবচেয়ে আতঙ্কের বিষয় হয়ে দাড়িয়েছে শেখ হাসিনার কথিত উন্নত স্বাস্থ্যসেবা। মানুষ এখন কোনো হাসপাতালে গিয়েই চিকিৎসা পাচ্ছে না। করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন যত মানুষ মারা যাচ্ছে, করোনার উপসর্গ নিয়ে এর চেয়ে কয়েকগুন মানুষ বেশি মারা যাচ্ছে বিনা চিকিৎসায়। আর ঢাকা মেডিকেল তো এখন এক মৃত্যুপুরিতে পরিণত হয়েছে। এখানে যারা ভর্তি হচ্ছেন তাদের অধিকাংশই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। এমনকি ঢাকা মেডিকেলের ডাক্তাররা এখন তাদের পরিচিতদেরকে এখানে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন।
এ রকম বাজে অবস্থা চলছে রাজধানী ঢাকাসহ দেশের সব হাসপাতালে। হাসপাতালে ভর্তি হতে না পেরে বিনা চিকিৎসায় মৃত্যু হয়ে হাসপাতালের বারান্দায়, সিড়িতে, মাঠে লাশ পড়ে থাকে। এ রকম ঘটনা প্রতিদিনই ঘটছে।
একেবারে সর্বশেষ খাদ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকার অসুস্থ হলে অনেক চেষ্টা করেও তাকে কোনো হাসপাতালে ভর্তি করাতে পারেনি তার পরিবারের সদস্য। আর কুর্মিটুলা হাসপাতালে যখন ভর্তি করালেন তখন তিনি না ফেরার দেশে চলে গেলেন। এতেই প্রমাণিত হয় যে, শেখ হাসিনার কথিত উন্নত স্বাস্থ্যসেবা একেবারেই ভেঙ্গে পড়েছে।
তারপর, বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে যারা ভর্তি হচ্ছেন তারা সবাই হয়রানির শিকার হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর অনেকেই মারা গেছে ডাক্তারের মুখ না দেখেই। হাসপাতালগুলোতে ডাক্তাররা রোগীদেরকে মানুষ বলে মনে করে না।
এরপরও শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা প্রতিদিন স্বাস্থ্যসেবার কথিত উন্নয়নের ভাঙ্গা রেকর্ড বাজিয়ে যাচ্ছেন। এসব জাতির সঙ্গে এক চরম তামাশা।