অ্যানালাইসিস বিডি ডেস্ক
স্বাধীনতার ৪৭ বছরেও আজ দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসী ও ছাত্রসমাজকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন শিবির সভাপতি ইয়াসিন আরাফাত।
ভিডিও বার্তায় শিবির সভাপতি বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় হলো, যেই স্বাধীনতাকে ভোগ করার জন্য বাংলাদেশের অভ্যুদয় হয়েছিলো, আজ সেই স্বাধীনতা থেকে আমরা অনেক অনেক দূরে অবস্থান করছি। অপার সম্ভাবনাময় বাংলাদেশের মানবসম্পদ, প্রাকৃতিক সম্পদ, মেধাসম্পদ এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি কার্যকর ভূমিকা রাখার কথা ছিলো। কিন্তু প্রতিহিংসাপরায়ন রাজনীতি, সীমাহীন দুর্নীতি স্বাধীনতার ৪৭ বছরেও আমাদেরকে কাঙ্খিত সমৃদ্ধি অর্জন করতে দেয়নি।
তিনি বলেন, আজকে আমাদের জন্য দুর্ভাগ্য হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমাদের গণতান্ত্রিক অধিকার নেই, মানুষের বাকস্বাধীনতা নেই, মানুষের ধর্মীয় মূল্যবোধ আজ ভূলুন্ঠিত। আজকে মায়ের সামনে থেকে তার সন্তানকে তুলে নিয়ে হত্যা করা হচ্ছে, সন্তানের সামনে তার মায়ে ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে। স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ আজ প্রতিহিংসার রাজনীতিতে ধ্বংসের দ্বারপ্রান্তে।
শিবির সভাপতি বলেন, আগামী দিনের নেতৃত্ব তৈরি কারখানা, জাতি তৈরি কারখানা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সরকারদলীয় ছাত্রসংগঠনের মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে। তিনি বলেন, আজকে সর্বোচ্চ পর্যায়ের পরীক্ষা থেকে শুরু করে প্রাইমারি পর্যায়ের পরীক্ষা পর্যন্ত প্রশ্নফাঁসের মাধ্যমে একটি মেরুদণ্ডহীন জাতি তৈরি করার চক্রান্ত আজ চলছে।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে দেশব্যাপী নানা কর্মসূচী নেয়া হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে আজ সারাদেশে তাদের প্রতিটি শাখা থেকে স্বাধীনতা দিবসের র্যালী বের করা হয়।
সংগঠনটির ঘোষিত অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা ও ক্রীড়া সামগ্রী বিতরণ, জাতীয় পতাকা বিতরণ, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, অসহায় মেধাবী ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবী ছাত্র সংবর্ধনা, ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, পথ শিশুদের মাঝে পোশাক বিতরণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান, শহীদ মুক্তিযোদ্ধাদের কবর যিয়ারত ও দোয়া।
বিজ্ঞপ্তি