বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে দলটির যুগ্ম–মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল রুদ্ধদ্বার বৈঠকের বিষয়ে বলেছেন, ‘আমরা বলেছি বাংলাদেশের কারাগারে কত জায়গা আছে, কত গ্রেপ্তার করতে পারে সেটার পরীক্ষা দেওয়ার সময় এসেছে বিএনপির। সমস্ত জেলায় যার যার এলাকায় সঠিক দায়িত্ব পালন করে রাজপথে অবস্থান নেবে ৮ ফেব্রুয়ারি।’
বিএনপির নতুন কমিটির প্রথম নির্বাহী বৈঠক শনিবার রাজধানীর লা মেরেডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুরের পর অনুষ্ঠিত হয় রুদ্ধদ্বার বৈঠক। সেখানে বিএনপির নির্বাহী কমিটির সদস্যরা বক্তব্য দেন।
সন্ধ্যায় বৈঠক শেষে আলাল সাংবাদিকদের বলেন, ‘নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, এটার নিন্দা আমরা জানাচ্ছি। তবে নেতাকর্মীদের সুযোগ এসেছে পরীক্ষা দেওয়ার ‘
নির্বাহী কমিটির বৈঠকে কী আলোচনা হলো এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলাল বলেন, ‘আজকের আলোচনা ছিল একটু ব্যতিক্রমী। কোনো বক্তা নিজের সমস্যা, নিজের ক্ষোভ-দুঃখের কথা বলেননি। যে আশঙ্কার মধ্যে আছে বেগম খালেদা জিয়াকে এবং বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে রাখার সেটা প্রতিরোধ করার জন্য কার কী দায়িত্ব সেটাই নেতারা বলেছেন। সেখানে বিভিন্ন রকমের পরামর্শ এসেছে।’
৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন নির্দিষ্ট কোনো কর্মসূচি দেয়া হয়েছে কি না এ ব্যাপারে আলাল বলেন, ‘শুধু ৮ তারিখ নয়, আমরা এখন থেকে নিয়মিত মাঠে থাকবো। ৮ তারিখ রায় ঠিক থাকলে এক রকম হবে। তারিখ পরিবর্তন হলে আরেক রকম হবে।’
আপনারা কি ধারণা করছেন ৮ ফেব্রুয়ারি রায় হবে না? জবাবে আলাল বলেন, ‘অনেক সময় রায়ের তারিখ পরিবর্তন হয়।’
রায়ে সাজা হলে কী কর্মসূচি হাতে নেয়া হতে পারে এমন প্রশ্নে আলাল বলেন, ‘কোনো সিদ্ধান্ত হয়নি। অবস্থার পরিপ্রেক্ষিতে দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সেটা পালনের নির্দেশনা আসবে। সবাই সচেষ্ট থাকবে সেটা পালন করতে।’
খালেদা জিয়া বলেছেন তিনি না থাকতে পারলে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে এ প্রসঙ্গে আলাল বলেন, ‘সেই নির্দেশনা খালেদা জিয়া যথাসময়ে দেবেন কোন স্তরের নেতা সরে গেলে কোন স্তর আসবে। এগুলো যথাসময়ে আপনারা জানবেন।’
রুদ্ধদ্বার বৈঠকের বিষয় সম্পর্কে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সাংবাদিকদের বলেন, ‘সবাই রায়ের বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন। বেগম খালেদা জিয়া বলেছেন কী রায় হবে সেটা জজ সাহেব জানেন। আমি ৮ তারিখ আদালতে হাজির হবো এবং আপনারা সবাই সেদিন শান্তিপূর্ণ থাকবেন। কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করবেন না। শান্তিপূর্ণ আন্দোলন হবে।’
বিএনপির এই নেতা জানান, খালেদা জিয়া বিশ্বাস করেন তিনি এই মামলায় ন্যায়বিচার পাবেন। সেটা তিনি নেতাদের জানিয়েছেন।
সূত্র: ঢাকা টাইমস