অ্যানালাইসিস বিডি ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় ১৩ ডিসেম্বর বুধবার ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।
ওই দিন বেলা ১১টায় দূতাবাস ঘেরাও করা হবে বলে সমাবেশে জানানো হয়।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তরগেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন হেফাজতের ঢাকা মহানগরের আমির মাওলানা নূর হোসাইন কাসেমি।
সমাবেশে মাওলানা নূর হোসাইন কাসেমি বলেন, মুসলমানদের পবিত্র শহর আল কুদসকে (জেরুজালেম) ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত প্রত্যাহার হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা ঘরে ফিরব না।
সমাবেশে অন্যান্য বক্তারা এমন ন্যক্কারজনক কাজের জন্য আমেরিকান পণ্য বর্জনের আহ্বান জানান। তারা বলেন, একজন মানসিক রোগী আমেরিকার ক্ষমতায় আসীন হয়েছে। তাকে ক্ষমতাসীন করে পুরো আমেরিকানরাই মানাসিক রোগী হিসেবে আখ্যায়িত হয়েছে। সমাবেশ থেকে তারা হুঁশিয়ার দিয়ে বলেন জেরুজালেমকে রাজধানী স্বীকৃতি থেকে সরে না আসলে বাংলাদেশ থেকে আমেরিকান দূতাবাসকে উঠিয়ে দেয়া হবে।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে আবার উত্তর গেটে আসার মাধ্যমে হেফাজতে ইসলামের কর্মসূচী সমাপ্ত হয়।
অন্যদিকে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন ইসলামি সংগঠন ও সাধারণ মুসল্লিরা।
Discussion about this post