বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য তারেক রহমানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ।
তিনি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশের সার্বিক উন্নয়নের জন্য ৮০ হাজার গ্রামকে বেছে নিয়েছিলেন ঠিক একইভাবে জিয়াউর রহমানকে ধারণ করেন তারেক রহমান। বাবার মতো তিনিও সারা দেশে প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে চষে বেড়িয়েছেন। যার ফলে সত্যিই তিনি জননেতার রূপ ধারণ করেছেন।
বিএনপির সিনিয়ন ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার (এনআরসি) আয়োজিত ‘জননেতা’ শিরোনামে এক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমানের জন্মদিন এত ছোট পরিসরে নয়, আরো বড় পরিসরে পালন করতে হবে। আর শুধু প্রদর্শনী নয় বিভিন্ন প্রকাশনার মাধ্যমে তাকে উপস্থাপন করতে হবে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে পরির্বতন এনেছেন। এখন আর ঢাকায় বসে গ্রামের রাজনীতি করা যাবে না। এখন রাজনীতি করতে হলে প্রত্যন্ত অঞ্চলে তার মতো ছুটে বেড়াতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। এ সময় তিনি পরবর্তী জন্মদিন তারেক রহমানকে সঙ্গে নিয়ে পালন করার আশা ব্যক্ত করেন।
ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, জাতির এই সংকটে আজ তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই। তিনি বলেন, ফ্যাসিবাদী এই সরকারের রোষানলের শিকার তারেক রহমানের এবারের জন্মদিন এক সঙ্গে পালন করতে না পারলেও আগামী বছরের জন্মদিন এক সঙ্গে পালন করবো।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে দেশ ও জাতি আজ তারেক রহমানের অভাব অনুভব করছেন। তারেক রহমান এই অন্ধকা
রাচ্ছন্ন জাতির জন্য আলোর বর্তিকা নিয়ে আসবেন, আমরা সেই দিনের প্রত্যাশা করছি। সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, দেশের এই পরিস্থিতিতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে।
সভাপতির বক্তব্যে আলোকচিত্র সাংবাদিক বাবুল তালুকদার বলেন, শত বাধা ও প্রতিকূলতা উপেক্ষা করে প্রতি বছর প্রদর্শনীটির আয়োজন করে আসছি। এ প্রদর্শনীতে তারেক রহমানের বর্ণাঢ্য রাজনীতির কর্মময় জীবনের উপর ১৬০টি ছবি স্থান পেয়েছে। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: মানবজমিন
Discussion about this post