বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি সুপ্রিম কোর্টের রায়ের পর উসকানিমূলক বক্তব্য দিয়ে আরও একটি ১/১১ আনতে চাইছে। কিন্তু এ স্বপ্ন বাস্তব করতে দেওয়া হবে না।’
বুধবার দুপুরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় ক্রীড়াপরিষদ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে তারা আরেকটি ইস্যু তৈরি করার চেষ্টা করছে। তারা হয়তো ভাবছে এই সরকারের রক্ষা নেই, ভেবেছে তাদের সুবর্ণ বিজয় সমাগত।ময়ূরসিংহাসন তাদের জন্য অপেক্ষা করছে কিন্তু তাদের দিবা-স্বপ্নের ফাঁপা বেলুন অচিরেই চুপসে যাবে।’
পিলখানার হত্যাকাণ্ডের পরও তারা এমনটি ভেবেছিল। কিন্তু এমন অবাস্তব স্বপ্ন বাস্তবায়িত হয়নি, হবেও না বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।
আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হবে মওদুদ আহমদের-এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘চরম মূল্য আপনাদের দিতে হবে। উসকানিমূলক কথা বলে,ঘোলা পানিতে মাছ শিকার করে আর ক্ষমতায় আসা যাবে না। যে সাপ নিয়ে খেলা শুরু করেছেন সেই সাপের ছোবল থেকে রেহাই পাবেন না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি রকিবুর রহমান। আর বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু,জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, আয়োজক সংগঠনের মহাসচিব মাহমুদ-উস সামাদ চৌধুরী।
সূত্র: বাংলা ট্রিবিউন
Discussion about this post