কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর নেতিবাচক আচরণ মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনের ক্ষেত্রে মধ্যস্থতার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
গতকাল (মঙ্গলবার) আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দোহা চলমান সংকট নিরসনের জন্য সংলাপের দ্বার খোলা রেখেছে তবে কাতারের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কানো আলোচনা হবে না। কুয়েত ও মার্কিন সরকার চলমান সংকটের কূটনৈতিক সমাধানের জন্য যে চেষ্টা চালাচ্ছে তার অংশ হিসেবে তিনি সম্প্রতি ওয়াশিংটন সফর করেছেন বলেও জানান। এছাড়া, এ সংকট মধ্যপ্রাচ্যে কী ধরনের প্রভাব ফেলছে তা মার্কিন রাজনীতিবিদ, সিনেটর ও প্রতিনিধি পরিষদের সদস্যদের জনিয়েছেন তিনি।
সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো নতুন করে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্ত্রাসবাদের অভিযোগে কালো তালিকাভুক্ত করার পর কাতারের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বললেন। এ তালিকায় ইয়েমেনের ছয় ব্যক্তির নাম রয়েছে যাদের সঙ্গে কাতারের সরাসরি কিংবা পরোক্ষ সম্পর্ক আছে বলে সৌদি নেতৃত্বাধীন দেশগুলো মনে করছে।
সূত্র: পার্সটুডে
Discussion about this post