লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে নির্বাচন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে। আমরা আদালতের বারান্দায় ঘুরবো আর আপনারা হেলিকপ্টারে চড়ে নির্বাচন করবেন, তা হবে না।’
মঙ্গলবার (২৫ জুলাই) বরিশালে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ও সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে এই সরকারের অধীনে কোনও নির্বাচন হবে না। তবে সংসদ বহাল রেখে সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন নির্বাচন করতে চায়। তাদের সেই সুযোগ দেওয়া হবে না।’
সরকার একদলীয় শাসন কায়েম করতে চায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৪টি মামলা দিয়েছে সরকার। তারা মানুষের বাকস্বাধীনতা হরণ করেছে। বিএনপিকে কোথাও মিছিল-মিটিং করতে দিচ্ছে না। শুধু তাই নয়, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কথা না শুনলে এখন ইউএনওকে পর্যন্ত জেলে ঢুকিয়ে দেওয়া হয়। সরকার আসলে একদলীয় শাসনে ফিরতে চায়। কিন্তু বিএনপি একনায়কতন্ত্রে বিশ্বাসী নয়। আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের রেশ ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়া বিদেশে গেছেন চিকিৎসার জন্য। আর তিনি বললেন পালিয়ে গেছেন। বিএনপির নেতাকর্মীরা পালায় না। পালানোর ইতিহাস বিএনপির নেই, আওয়ামী লীগের আছে। বহুবার তারা দেশ ছেড়ে পালিয়েছে। মুক্তিযুদ্ধের সময়ই তাদের নেতাদের কেউ পাকিস্তানে, কেউ ভারতে পালিয়ছিলেন। ১/১১-এর সময়ও আওয়ামী লীগের নেতারা আমেরিকায়-কানাডায় পালিয়ে গিয়েছিলেন। পরে অবৈধ সরকারকে বৈধতা দেবেন—এই শর্তে দেশে ফিরে ক্ষমতার স্বাদ ভোগ করছেন।’
দলের নেতাকর্মীদের মির্জা ফখরুল বলেন, ‘মনে রাখতে হবে, বিএনপি হলো উদারপন্থী ও বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। গণতন্ত্র রক্ষায় আগামী জাতীয় নির্বাচনে আপনাদের ভোট ও কেন্দ্রে পাহারা দিতে হবে।’
পরে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমানের সরোয়ারের সদস্যপদ নবায়ন করার মাধ্যমে সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও বরিশাল নগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, মহানগর সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিন, মহানগর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ।
সূত্র: বাংলা ট্রিবিউন
Discussion about this post