আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি আনোয়ারুল হক ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
১৯৫৬ সালে ঢাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বিচারপতি আনোয়ারুল হকের জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে ১ ডিসেম্বর তিনি মুনসেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে যোগ দেন। ২০১০ সালের ১২ ডিসেম্বর হাইকোর্টে তিনি অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১২ সালের ১০ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিযুক্ত হন।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠন করা হয়।
সূত্র: যুগান্তর
Discussion about this post