অপহৃত কবি, লেখক ও গবেষক ফরহাদ মজহারকে উদ্ধারের পর গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় তাকে চড়-থাপ্পড় মেরে টর্চার করা হয় বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এশিয়ান হিউম্যান রাইটস কমিশন(AHRC)।
গত শুক্রবার তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘জিজ্ঞাসাবাদ করাকালীন সময় গোয়েন্দা সংস্থা ফরহাদ মজহারকে থাপ্পড় দেয়া ও অভূক্ত রাখার মত অমানবিক আচরন করে। এমনকি তার আইনজীবীকেও সেখানে উপস্থিত থাকতে দেয়া হয় নি’।
হংকং ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়, ফরহাদ মজহারকে অপহরন, উদ্ধার ও তাকে আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নেয়ার পুরো বিষয়ে ভারতের হাত রয়েছে।
সংস্থাটির মতে, বাংলাদেশের জনগনের উপর চেপে বসা সরকার ও দেশটির অভ্যন্তরীন বিষয়ে ভারতের হস্তক্ষেপকে যারা চ্যালেঞ্জ করতে সাহস করেন তাদের জন্য ফরহাদ মজহারের অপহরন ও গুম প্রচেষ্টার ঘটনা অতি জঘন্য একটি হুমকি।’
ফরহাদ মজহার অপহরণ সম্পর্কে ৭টি প্রশ্ন উত্থাপন করে সংস্থাটি জানায়, “এই বিষয়ে তদন্তে যে কোন প্রকার অবহেলা কিংবা তা জনসম্মুখে প্রকাশ করা না হলে এটাই প্রমাণিত হবে যে, বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়গুলো এখন আর বাংলাদেশ নয় বরং ভারত দ্বারা নিয়ন্ত্রিত হয়”।
এশিয়ান হিউম্যান রাইটসের সম্পূর্ণ প্রতিবেদনটি বাংলায় পড়তে এই লিংকে যান : ‘ফরহাদ মজহার অপহরণে ভারতের হাত রয়েছে’: এশিয়ান হিউম্যান রাইটস
এশিয়ান হিউম্যান রাইটসের সম্পূর্ণ প্রতিবেদনটি ইংরেজীতে পড়তে এই লিংকে যান : BANGLADESH: Questions arising from the abduction of Farhad Mazhar
Discussion about this post