প্রবাসে অবস্থানরত বাংলাদেশি বিদগ্ধ লেখিকা মিনা ফারাহ শেখ হাসিনার ভারত সফরকে ইঙ্গিত করে তার ফেসবুক পোষ্টে বলেছেন, ‘বাংলাদেশের কফিন বহনকারী জাতীয় বিমানটি এখন দিল্লী বিমানবন্দরে অবস্থান করছে । লাশের সঙ্গে এসেছেন, ৩৫০ জনের অধিক বাংলাদেশী জগত শেঠ।’
‘প্রটোকল ভেঙে বিমানবন্দরে হাসিনাকে স্বাগত জানালেন মোদি’ শিরোনামে কালেরকণ্ঠের একটি নিউজ ফেসবুকে শেয়ার করে তিনি এমন মন্তব্য করেন।
একটু ব্যাঙ্গাত্মকভাবে লেখা লেখিকার পুরো পোষ্টটি হুবহু তুলে ধরা হলো-
“১– বাংলাদেশের কফিন বহনকারী জাতিয় বিমানটি এখন দিল্লী বিমানবন্দরে অবস্থান করছে । লাশের সঙ্গে এসেছেন, ৩৫০ জনের অধিক বাংলাদেশী জগত শেঠ। ( ফাইল ফটো )
২– ৪ দিনের ভেন্যুর ১ম জানাজায় উপস্থিত স্বয়ং মোল্লা মোদী । ( ছবিতে দেখা যাচ্ছে)
৩—–২য় জানাজা হবে দিল্লীতে দেয়া নাগরিক সম্বর্ধনার মাধ্যমে । উপস্থিত থাকবেন শিবসেনাদের ৫ হাজার সৈন্য । লাশ গোসলের কাজে কলকাতা থেকে জোর করে ধরে আনা হচ্ছে মমতাদিকে।
৪—– ৩ নম্বর জানাজা হবে রাষ্ট্রপতি ভবনের রাষ্ট্রীয় অতিথি কক্ষে । উপস্থিত থাকবেন, পীর কাকু এবং তার পীর ভাতিজি। ( বিশেষ কারনে ওই জানাজায় অন্য কারো অনুমতি নেই । তবে চাইলে ইন্দিরা –লেন্দুপ দর্জির গোপন বৈঠকে সিকিমের জানাজার সংবাদ পড়তে পারেন গুগুলে)
৫—ফাইনাল জানাজা হবে রাষ্ট্রীয় মর্যাদায় ভাবগম্ভীর চুক্তি সইয়ের অনুষ্ঠানে। সেখানে লাশের সন্মানে উপস্থিত থাকবেন বিশ্বের ২ প্রধান ক্ষমতাধর ব্যাক্তিত্ত।
******** সাক্ষী ২ এর সইয়ের পরেই কফিনে বন্ধ লাশটিকে নেয়া হবে দিল্লীর রাজনৈতিক গোরস্থান , লোকসভায়। সেখানে চিরনিদ্রায় শায়িত হবেন, আমাদের সকলের প্রিয় মাতা– — বাংলাদেশ। চল্লিশার ভেন্যু পেলে জানাবো।”
লেখিকার ফেসবুক আইডি: Mina Farah
Discussion about this post