অ্যানালাইসিস বিডি ডেস্ক
শেখ হাসিনা ও তার দলের নেতারা প্রতিদিনই পদ্মাসেতুর ভাঙ্গা রেকর্ড বাজানো নিয়ে ব্যস্ত থাকে। তাদের মতে বাংলাদেশে এখন আর কোনো সমস্যা নাই। পদ্মা সেতু নির্মাণের সাথে সাথে সব সমস্যা থেকে মুক্তি পেয়েছে মানুষ। এই সেতু নির্মাণ শেষ হওয়ার পরই দেশের মানুষের উন্নত হয়েছে বলেও দাবি তাদের।
কিন্তু বাস্তবে দেশের মানুষ কেমন আছে? নিম্ন আয়ের মানুষ কি প্রতিদিন তিন বেলা ভাত খেতে পারছে? মানুষ কি ঠিক মতো চিকিৎসা সেবা পাচ্ছে? মানুষ কি স্বাধীন মতো কথা বলতে পারছে? সরকারের লুটপাট, দুর্নীতি, খুন, হত্যা, গুম-অপহরণ, নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে কি দেশের মানুষ প্রতিবাদ করতে পারছে? সাধারণ মানুষ কি তাদের জান মালের নিরাপত্তা পাচ্ছে?
সচেতন মানুষের কাছে এসব প্রশ্নের উত্তর নেই। দেখা গেছে, প্রতিদিন বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাত দেখিয়ে সরকার প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। এমনকি সবজির বাজারেও জ্বলছে আগুন। প্রশ্ন উটেছে শাক-সবজি তো দেশের বাইরে থেকে আমদানি করা হয়নি। তাহলে এটার দাম বাড়ছে কেন?
অর্থনীতিবিদরা বলছেন, শেখ হাসিনা ও তার দলের নেতারা সারাদিন পদ্মা সেতু নিয়ে ভাঙ্গা রেকর্ড বাজালেও সাধারণ মানুষ সারাদিনে একবারও এই সেতুর নাম মুখ দিয়ে উচ্চারণ করে না। যেখানে ১০০ টাকা দিয়ে মানুষ তিন বেলার বাজার করতে পেরেছে, সেখানে এখন ৫০০ টাকা দিয়েও তিন বেলার বাজার করা যায় না। দেশের মানুষের দু:খ কষ্টের দিকে সরকারের কোনো নজর নাই। তারা আছে শেষ মুহূর্তের লুটপাটে ব্যস্ত। বিভিন্ন সেক্টরে হানা দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। মানুষের কথা চিন্তা করার সময় তাদের কোথায়?
ঢাকার উত্তর অঞ্চলের কয়েকজনের কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পেটে ভাত নাই, কাজ পাই না করতে, বাজার করতে পারি না, ছেলে মেয়েকে খাবার কিনে দিতে পারি না, হাসিনার পদ্মা সেতু দিয়ে আমরা কি করমু? টেহা কামাইয়ের জন্য হাসিনা সব জিনিসের দাম বাড়াইছে। আমাদের কষ্ট হাসিনা বুঝে না। দেশের মানুষ হাসিনার উপর খুব ক্ষেপা। সুযোগ পাইলেই রাস্তায় নাইম্যা যাইব।
খোঁজ নিয়ে দেখা যায়-আওয়ামী লীগের খাছ দালাল ছাড়া সব মানুষই এখন শেখ হাসিনার উপর প্রচণ্ড ক্ষুব্ধ। দেশের মানুষের মধ্যে এখন চরম অস্থিরতা বিরাজ করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলেই এখন মানুষ ক্ষুব্ধ হয়ে যায়। দেশের সার্বিক পরিস্থিতি ক্রমইে খারাপের দিকে যাচ্ছে।
দেশের মানুষ ভাল নেই বলে মনে করছেন রাজনীতিক বিশ্লেষকরা। তারা বলছেন, পরিস্থিতি খুবই খারাপ। যে কোনো সময় দেশে যে কোনো কিছু ঘটতে পারে। কারণ, বিগত ১২ বছর ধরে মানুষের মনে মধ্যে ক্ষোভ জমা হচ্ছে। যেকোনো সময় এটার বিস্ফোরণ ঘটতে পারে। আর সেটা হতে পারে বড় ধরণের জনবিস্ফোরণ। যেটা শেখ হাসিনার পক্ষে সামাল দেয়া সম্ভব হবে না।
Discussion about this post