অ্যানালাইসিস বিডি ডেস্ক
নিজেদের দুর্নীতি ঢাকতে এবং জাবির দুর্নীতিবাজ ভিসি ফারজানা ইসলামকে রক্ষায় এবার জাবিতে নারকীয় তাণ্ডব চালালো জঙ্গি খ্যাত ছাত্রলীগ। আন্দোলনরত নিরপরাধ শিক্ষক-শিক্ষার্থীদেরকে পিটিয়ে তারা জাহাঙ্গীরনগরের সবুজ ক্যাম্পাসকে রক্তাক্ত করেছে। ছাত্রলীগ সন্ত্রাসীদের এই নৃশংস, নির্মম, বর্বরোচিত ও পাশবিক হামলায় শুধু শিক্ষক-শিক্ষার্থীরাই নয়, পুরো জাতি স্তম্ভিত হয়েছে।
আর সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল-পুলিশের সামনেই ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে। শিক্ষার্থীদের আর্তচিৎকারে বাতাস ভারি হয়ে উঠেছিল। কিন্তু তাদেরকে রক্ষায় পুলিশ সদস্যরা এক কদম এগিয়ে আসেনি। তারা চেয়ে চেয়ে ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা-নির্যাতন দেখেছে।
আর ছাত্রলীগ সন্ত্রাসীদের এসব নারকীয় তাণ্ডব কিন্তু নতুন নয়। এর আগেও তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের পক্ষ হয়ে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা করেছে। পিটিয়ে রক্তাক্ত করেছে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদেরকে।
গত বছর ঢাকা বিশ্বদ্যিালয়ে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করেছিল শিক্ষার্থীরা। দাবি আদায়ের জন্য তারা ধর্মঘটের ডাক দেয়। চলছিল লাগাতার মানববন্ধন-বিক্ষোভ। শিক্ষার্থীদের আন্দোলনে ঢাবি যখন পুরোপুরি অচল হয়ে পড়ে তখন ভিসি আখতার মাঠায় নামান ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে। শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন দমাতে বর্বরোচিত হামলা চালায় ছাত্রলীগ। শুধু শিক্ষার্থী নয়, ঢাবির শিক্ষকদেরকেও তারা রেহায় দেয়নি।
এরপর, কয়েক মাস আগে বরিশাল বিশ্ববিদ্যালয়েও এই ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। সেখানেও তারা ভিসিকে রক্ষায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নৃশংস ও বর্বরোচিত হামলা চালায়।
এছাড়া, একই ঘটনা ঘটিয়েছে তারা গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়েও। এখানেও তারা ভিসিকে রক্ষায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মধ্যযুগীয় কায়দায় হামলা চালিয়েছে। শিক্ষার্থীরা জীবন বাঁচাতে বিলের পানিতে পড়তে হয়েছে।
এভাবে বিভিন্ন বিশ্বদ্যিালয়ের দুর্নীতিবাজ ভিসিদেরকে রক্ষায় আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা-নির্যাতন চালিয়ে যাচ্ছে জঙ্গি খ্যাত ছাত্রলীগ।
ছাত্রলীগের এসব কর্মকাণ্ড দেখে অনেকেই বলছেন-ছাত্রলীগ এখন আর কোনো ছাত্রসংগঠন নয়। এটা এখন ভাড়াটিয়া গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছে। বিশেষ করে ওরা এখন বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবাজ ভিসিদের ভাড়াখাটা বাহিনী।