অ্যানালাইসিস বিডি ডেস্ক
মুসলিম নারীদের পর্দাকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যে প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ ও আলেম সমাজ। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও উঠেছে সমালোচনার ঝড়।
গত রোববার বিকেলে গণভবনে ত্রিদেশীয় সফর শেষে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। ওই সময় গাজী টিভির সিইও ও সারাবাংলা ডটনেটের সম্পাদক ইসতিয়াক রেজার নারীদের নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, হাতে পায়ে মোজা, চোখ-নাক ঢাইক্কা এইটা কি? জীবন্ত টেন্ট (তাবু) হয়ে ঘুরে বেড়ানোর কোনো মানে হয় না।
কিন্তু কোনো মুসলিম নারীদের পর্দাকে এভাবে তাচ্ছিল্য করে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য কোনো গণমাধ্যমই প্রকাশ করেনি। অ্যানালাইসিস বিডি ওই দিন রাতে শেখ হাসিনার বক্তব্যের ভিডিওসহ একটি প্রতিবেদন প্রকাশ করে। অ্যানালাইসিস বিডির এই সংবাদ প্রকাশের পরই এনিয়ে দেশের আলেম-ওলামাসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেন।
দেখা যাচ্ছে, ধর্মপ্রাণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ক্ষোভ প্রকাশ করছেন। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অশালীন ভাষায় শেখ হাসিনাকে গালাগালি করছেন। অনেকেই আবার মুসলমান নারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার জন্য শেখ হাসিনাকে তাওবা করে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছেন।
এদিকে, মুসলিম নারীদের পর্দাকে তাচ্ছিল্য করে দেয়া শেখ হাসিনার বক্তব্য চরম ক্ষোভ প্রকাশ করছেন দেশের ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ আলেম সমাজ। তারাও শেখ হাসিনাকে এমন গর্হিত বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছেন।
ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম শেখ হাসিনার বক্তব্য ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার গণমাধ্যমে একটি বিবৃতিও দিয়েছেন। প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারের জন্যও তিনি তার বিবৃতিতে আহ্বান জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর বক্তব্য আলেম সমাজ চরম ক্ষুব্ধ হয়েছেন। সরকারের রোষানলে পড়ার ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না। তবে, তারা এও বলছেন যে প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাতের সামিল। এমন বক্তব্য দিয়ে বড় অপরাধ করেছেন। প্রধানমন্ত্রী যদি তার এই বক্তব্য প্রত্যাহার না করে তাহলে এটা নিয়ে কিছু হতেও পারে।
নাম প্রকাশ না করার শর্তে শীর্ষস্থানীয় একজন আলেম বলেছেন, ওআইসি সম্মেলনে গিয়ে শেখ হাসিনা ঠিকই কালো বোরকা পরে নিজের শরীর ঢেকেছিলেন। তখনতো তিনি নিজেও একটি জীবন্ত টেন্ট ছিলেন। আর দেশে এসেই তিনি মুসলিম নারীদের পর্দাকে তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনা আসলে একজন বকধার্মিক। একদিকে ধর্মের কথা বলে অন্যদিকে ধর্মীয় বিধানের আঘাত করে।
তিনি বলেন, দেশের ধর্মপ্রাণ মুসলমনরা ধৈর্য ধরে বসে আছে। কিন্তু শেখ হাসিনা যদি তার বক্তব্য প্রত্যাহার না করে তাহলে এই ধৈর্য বেশি থাকবে না। কারণ, ইসলামের একটি বিধানকে কটাক্ষ করে একজন মুসলিম রাষ্ট্র প্রধানের এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। শেখ হাসিনা এদেশের কোটি কোটি মুসলিম নারীকে অপমান করেছেন। এদেশের মুসলমানদে কলিজায় তিনি আঘাত করেছেন। তাকে অবশ্যই তাওবা করে বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় মুসলমানরা ঘরে বসে থাকবে না।
আরও পড়ুন: এবার নারীদের মোজা ও নেকাব পরা নিয়ে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী! (ভিডিও)