অ্যানালাইসিস বিডি ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সভা-সমাবেশে প্রতিদিন যে ভাঙ্গা রেকর্ড বাজিয়ে থাকেন তার গুরুত্বপূর্ণ একটি কথা হলো-বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। রাষ্ট্রের সম্পত্তি লুটপাট, আত্মসাত ও দুর্নীতি করতে তারা ক্ষমতায় আসে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। জনগণ উন্নত জীবন পায়। আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বাড়ে।
শেখ হাসিনা জোর গলায় আর যে কথাটি বলে বেড়ান সেটা হলো-আমি বঙ্গবন্ধুর কন্যা। আমার বাবা দেশ স্বাধীন করেছে। দুর্নীতি-লুটপাটের জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আসে না। আমাদের অর্থ-সম্পদের দরকার নাই। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দুর্নীতি বন্ধ করেছে। দেশ এখন আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না।
এভাবেই প্রতিদিন শেখ হাসিনা ও তার দলের নেতারা সভা-সমাবেশে গিয়ে জনগণের সামনে কথিত উন্নয়নের ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছেন আর নিজেদের দুর্নীতিকে চাপা দেয়ার চেষ্টা করে যাচ্ছেন।
শেখ হাসিনার বিগত ১০ বছরের শাসনামল পর্যালোচনা করলে দেখা যায়, স্বাধীনতার পর বাংলাদেশে দুর্নীতি-লুটপাটের এত মহোৎসব অতীতে আর হয়নি। শেয়ারবাজার ও ব্যাংক লুটের ঘটনা অতীতে ঘটেনি। আর বাণিজ্যিক খাতের প্রত্যেকটি ব্যাংক সরকার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসব ব্যাংক থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বাণিজ্যিক খাতের ব্যাংকগুলো এখন চরম অর্থসংকটে ভুগছে। এছাড়া রাষ্ট্রের এমন কোনো সেক্টর নেই যেখান থেকে ক্ষমতাসীনরা অর্থ আত্মসাত করেনি।
সর্বশেষ মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বাংলাদেশের ভয়াবহ দুর্নীতির চিত্র উঠে এসেছে। সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে-দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ১৩তম। আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দুর্নীতিতে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। টিআই বাংলাদেশের এই অবস্থানকে দুর্নীতিতে বিব্রতকর অবনতি বলে আখ্যা দিয়েছে।
এদিকে রাজনীতিক বিশ্লেষকসহ সচেতন মানুষ বলছেন, দুর্নীতিতে বাংলাদেশের এই অবস্থান লজ্জাকর। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন দুর্নীতিগ্রস্থ দেশ হিসেবে পরিচিত পেল। সরকার যে কথিত উন্নয়নের আড়ালে রাষ্ট্রের অর্থ লুটেপাটে খাচ্ছে টিআই’র প্রতিবেদনে সেটাই প্রমাণিত হলো।
কেউ কেউ বলছেন, টিআই এর প্রতিবেদনে প্রমাণিত হলো যে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বে রোল মডেল। সরকার উন্নয়নের যে রেকর্ড বাজাচ্ছে এগুলো যে আসলে আষাড়ে গল্প সেটা এখন প্রমাণিত হয়েছে।