অ্যানালাইসিস বিডি ডেস্ক
সরকারের চাপে যমুনা টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে ক্যাবল অপারেটররা। সারাদেশের গ্রাহকরা টেলিভিশনটি দেখতে পারছেন না। নিরপেক্ষ সংবাদ পরিবেশন করায় ও নির্বাচন নিয়ে সরকারের অপকর্ম ফাঁস করার জন্যই সরকার টেলিভিশনটির উপর খড়গহস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার বিকালে ঢাকার বাইরে সারা দেশে এর প্রচার বন্ধ করে দেন ক্যাবল অপারেটররা। রাতে ঢাকায়ও প্রচার বন্ধ করে দেয়া হয়। রাতে এ বিষয়ে যোগাযোগ করা হলে টেলিভিশন কেন্দ্রটির একজন ঊর্ধতন কর্মকর্তা জানান, মৌখিক নির্দেশে বিকালে সারাদেশের ক্যাবল অপারেটররা প্রচার বন্ধ করে দেন। রাতে ঢাকায়ও তা বন্ধ করে দেয়া হয়।
তিনি বলেন, স্টেশনটি নিয়মিত সম্প্রচারে আছে। অনলাইন ও বিদেশ থেকে অনুষ্ঠান দেখতে পারছেন দর্শকরা।
নির্বাচনের যখন মাত্র কয়েক ঘন্টা বাকি, ঠিক তখনই জনপ্রিয় টেলিভিশন চ্যানেলটি বন্ধ করলো সরকার। এর আগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্তরে হেফাজত কর্মীদের উপর সরকারের এক ভয়ংকর অভিযানের খবর সরাসরি দেখানোর দায়ে বন্ধ করা হয় দিগন্ত টিভি ও ইসলামিক টিভি। সাময়িক বন্ধ করার কথা বললেও আজ পর্যন্ত চ্যানেলগুলো খুলে দেয়া হয়নি। এবার আওয়ামী লীগ সরকার কর্তৃক বন্ধ হওয়া চ্যানেলগুলোর তালিকায় যুক্ত হলো যমুনা টেলিভিশন।