অ্যানালাইসিস বিডি ডেস্ক
ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য ইকোনোমিক টাইমসের একটি প্রতিবেদনের মাধ্যমে ২৫ সেনা কর্মকর্তার চাঞ্চল্যকর ভারত সফরের তথ্য বেরিয়ে এসেছে। এতে বলা হয় ২৫ জন বাছাইকৃত সেনা কর্মকর্তা তাদের স্ত্রীদেরকে নিয়ে ভারতে একটি সফর শুরু করেছেন। সফরের বিস্তারিত তথ্য জানা না গেলেও দুই দেশের মধ্যে এ ধরনের সেনা কর্মকর্তাদের পারিবারিক সফর এটাই প্রথম বলেও রিপোর্টে জানানো হয়।
এ ব্যপারে বাংলাদেশস্থ ভারতের হাই কমিশন জানায় সেনা কর্মকর্তাদের এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলস্টোন। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গত কয়েক বছর যে সহযোগিতামূলক কার্যক্রম চলে আসছে তারই অংশ হিসেবে বাংলাদেশের জাতীয় নির্বাচনের ঠিক আগ দিয়ে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে।
সফরটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গত ২৬ নভেম্বর। এদিন ভারতীয় বিমান বাহিনীর দুটি বিশেষ বিমানে চড়ে এই ২৫ বাংলাদেশী সেনা কর্মকর্তা সস্ত্রীক নয়াদিল্লীর উদ্দেশ্যে রওনা দেন। পুরোটা সফরেই ভারতীয় বিমান বাহিনী সেনা কর্মকর্তাদেরকে এই ধরনের বিমান সহযোগিতা প্রদান করবেন বলেও জানা গেছে। সফর শেষে বাংলাদেশের সেনা কর্মকর্তারা ২ ডিসেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
এই সফরের মূল উদ্দেশ্য ভারত ও বাংলাদেশের জনগনের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধি করা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় করা। এই সফরে অংশ নেয়া সেনা কর্মকর্তারা আগামী ৭ দিনে দিল্লী, আগ্রা, কলকাতা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়াসহ ভারতের গুরুত্বপূর্ন স্থান ও স্থাপনা পরিদর্শন করবেন।
জানা গেছে, গত জুনে সেনা প্রধানের দায়িত্ব নেয়ার পর জেনারেল আজিজ আহমেদ প্রথম ভারত সফরে যাওয়ার পর এই ধরনের একটি সফরের প্রস্তাব দেন। ভারতীয় সেনাপ্রধানও বাংলাদেশের সেনাপ্রধানের প্রস্তাবে সম্মত হন। তারই ফলশ্রুতিতেই এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে।
ইকনমিক টাইমসের খবরের বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।