নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টকে সিলেটে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। ২৩ অক্টোবর নগরীর রেজিস্টারি মাঠে সমাবেশের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিলো ড. কামাল হোসেনের নেতৃত্বাধিন জাতীয় ঐক্যফ্রন্ট। ওই সমাবেশের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে নতুন এই জোটের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিলো।
বৃহস্পতিবার দুপুরে পুলিশের পক্ষ থেকে মোবাইল ফোনের মাধ্যমে সমাবেশের অনুমতি না দেওয়ার কথা জানানো হয় বলে সংবাদ মাধ্যমকে জানান সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় ঐক্যফ্রন্ট সিলেটের সমন্বয়ক আলী আহমদ।
তিনি বলেন, আমরা ২৩ অক্টোবর দুপুরে সমাবেশের অনুমতি চেয়ে গত মঙ্গলবার মহানগর পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করেছিলাম। বৃহস্পতিবার আমার মোবাইল ফোনের মাধ্যমে কোতয়ালি থানার ওসি সমাবেশের অনুমতি না দেওয়ার কথা জানান।
আলী আহমদ বলেন, অনুমতি না পেলেও জাতীয় ঐক্যজোটের কেন্দ্রীয় নেতারা ২৩ তারিখ সিলেটে আসবেন। ওইদিন তারা শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। সমাবেশ করা হবে কী না এ ব্যাপারে আমরা পরে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবো।
আমরা এখনো আশাবাদী পুলিশ আমাদের শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেবে। এ ব্যাপারে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, এই সমাবেশকে ঘিরে বিশৃংখলার আশঙ্কা করা হচ্ছে। তাই নিরাপত্তার স্বার্থে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে, কী কারণে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে এ বিয়ষে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
উল্লেখ্য, গত মঙ্গলবার ঐক্যফ্রন্টের সভায় সিলেটে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার রাতে বিএনপি চেয়াপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামে এবং ৩০ অক্টোবর রাজশাহীতেও সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।
সূত্র: নয়াদিগন্ত