অ্যানালাইসিস বিডি ডেস্ক
২০১৪ সালের ৫ জানুয়ারির একতরপা বিতর্কিত নির্বাচনকে ‘ভোটারবিহীন কলঙ্কিত নির্বাচন’ আখ্যায়িত করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘বিশ্ব দেখল ব্যালট নয়, বুলেটই হাসিনার ক্ষমতার উৎস’।
বৃহস্পতিবার তার ব্যক্তিগত অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি টুইটের মাধ্যমে বেগম খালেদা জিয়া এমন মন্তব্য করেন।
বেগম জিয়া বলেন, ৫ জানুয়ারির কলঙ্কিত নির্বাচন আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার পিঠে ছুরিকাঘাত। জনগনই তাদের সরকার গড়বে, চক্রান্তকারীরা না। গণতন্ত্রের প্রশ্নে আপস নয়।
খালেদা জিয়ার টুইটটি অ্যানালাইসিস বিডির পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
“বিশ্ব দেখল ব্যালট নয়, বুলেটই হাসিনার ক্ষমতার উৎস। জানুয়ারি ৫’র ‘ভোটারবিহীন কলঙ্কিত নির্বাচন’ বাংলাদেশীদের ভোটাধিকারের ঐতিহাসিক সংগ্রামের প্রতি করুণ পরিহাস ও আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার পিঠে ছুরিকাঘাত। জনগণই তাদের সরকার গড়বে, চক্রান্তকারীরা না। গণতন্ত্রের প্রশ্নে আপস নয়।”
বিশ্ব দেখল ব্যালট নয়, বুলেটই হাসিনার ক্ষমতার উৎস। জানুয়ারি ৫'র 'ভোটারবিহীন কলঙ্কিত নির্বাচন' বাংলাদেশীদের ভোটাধিকারের ঐতিহাসিক সংগ্রামের প্রতি করুণ পরিহাস ও আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার পিঠে ছুরিকাঘাত। জনগণই তাদের সরকার গড়বে, চক্রান্তকারীরা না। গণতন্ত্রের প্রশ্নে আপস নয়। pic.twitter.com/fwNfWAYTfC
— Begum Khaleda Zia (@BegumZiaBd) January 4, 2018
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্দলীয় সরকারের অধীনে একটি অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল ও আন্তর্জাতিক সব মহলের দাবি উপেক্ষা করে প্রতিবেশী একটি দেশের তৎকালীন সরকারের প্রত্যক্ষ সহায়তায় কেবল রাষ্ট্রীয় বাহিনীর জোরে একটি ভোটার এবং প্রার্থীবিহীন নির্বাচনি প্রহসন করে ক্ষমতাকে আঁকড়ে রাখে বর্তমান আওয়ামী লীগ সরকার। বাংলাদেশ তথা পৃথিবীর ইতিহাসে এটিকে কলঙ্কিত নির্বাচন হিসেবেই আখ্যায়িত করা হয়েছে। ভোটারবিহীন কলঙ্কিত ৫ জানুয়ারির চার বছর পূর্ণ হলো আজ।