ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্রদের আয়োজনে আজ ১৩ মার্চ বুধবার বংবন্ধু টাওয়ার মসজিদে রমজান বিষয়ক এক সেমিনারে হামলা চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল গণ ইফতার কর্মসূচির আয়োজন করায় এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এতে ৪৮ ব্যাচের চারজন শিক্ষার্থী মারাত্মক আহত হয়েছেন বলে জানা যায়। আহতরা ঢাকা মেডিকেল কলেজে চিকিতসার জন্য ভর্তি হয়েছেন।
আজ যোহরের নামাজের পর আইন বিভাগ সংলগ্ন বঙ্গবন্ধু টাওয়ার মসজিদে ‘প্রোডাক্টিভ রামাদান’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ঢাবি আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। সেমিনার চলাকালে শিক্ষার্থীদের উপর অতর্কিত ও লোমহর্ষক হামলা চালায় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একদল সন্ত্রাসী। এতে মারাত্মক আহত হন রাফিদ হাসান সাফওয়ান, সাকিব আযাদ তূর্য, রেজোয়ান আহমেদ রিফাত ও শাহিনুল আলম রাসেল।
Discussion about this post